34 C
Dhaka
Tuesday, June 6, 2023

নওগাঁয় লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্ত: নেই স্বাস্থ্য সচেতনতা

নাদিম আহমেদ অনিক, নওগাঁ জেলা সংবাদদাতা:- নওগাঁয় আবারও লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। গত দু’দিনে আরও ২০জন সহ নওগাঁয় করোনায় ২৮ মার্চ-২১ (রোববার) পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৬৮৬ জনে। জনসাধারণকে সচেতন করতে প্রশাসনিকভাবে করোনা মোকাবিলায় নানান পদক্ষেপ চলমান থাকলেও তা মানছেনা শহরবাসী।

নওগাঁয় লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্ত: নেই স্বাস্থ্য সচেতনতাবিশ্বে অস্থিরতা থামেনী করোনা ভাইরাসের। বেড়েই চলেছে এর সংক্রমণ। প্রতিদিনই মৃত্যুর খবর পাঠাচ্ছে কোভিড-১৯ নামে এ ভাইরাসটি। তবুও মৃত্যু ভয়কে উপেক্ষা করে পেটের তাগিদে ছুটে চলছে কর্মস্থলে জনসাধারণ। আর দেশের অর্থনৈতিক চাকা সচল রাখতে বাংলাদেশ সরকারের নির্দেশনা অনুযায়ী মাস্ক পরিধান সহ স্বাস্থ্যবিধি মেনে নানান অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনার নির্দেশ থাকলেও অসচেতনতার চিত্র লক্ষণীয় নওগাঁর বিভিন্ন স্থানে। তাই আক্রান্তের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করছেন সচেতন মহল।

নওগাঁয় লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্ত: নেই স্বাস্থ্য সচেতনতাসরেজমিনে গিয়ে শহরের প্রাণ কেন্দ্র ব্রিজের মোড় ও বাটার মোড় সহ বিভিন্ন স্থান ঘুড়েও মাস্ক পরিধান করা ব্যক্তির সংখ্যা হাতে গোনা কয়েকজনকে লক্ষ্য করা যায়। যাত্রীবাহী যান চলাচলেও চোখে পরেনা স্বাস্থ্যবিধির প্রভাব। বাজারসহ নানান ব্যাবসায়িক প্রতিষ্ঠানগুলোতেও স্বাস্থ্যবিধি না মেনেই লেনদেন পরিচালনা করতে দেখা যায়, চা স্টোল কিংবা ফুটপাতের খাবার দোকান গুলোতে জমাট বেধে থাকা জনসাধারণের মাঝে করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতার চিত্র চোখে পরেনা।

নওগাঁয় লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্ত: নেই স্বাস্থ্য সচেতনতা

এদিকে নওগাঁ সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, গত ২০থেকে ২৮ মার্চ পর্যন্ত জেলায় নমুনা সংগ্রহ করে পরিক্ষার মাধ্যমে করোনায় পজিটিভ রিপোর্ট পাওয়া গেছে ৩০জনের।২০ মার্চ- ৫জন, ২১মার্চ- ০২জন, ২২-২৪ মার্চ করোনা আক্রান্তের খবর না পাওয়া গেলেও ২৫ মার্চ- ০১জন, ২৬মার্চ-০২জন, ২৭মার্চ- ১৬জন এবং ২৮মার্চ- ৪জনের করোনায় পজিটিভ। আরও জানা যায় এ পর্যন্ত নওগাঁয় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন-১৬৮৬, সুস্থ্য হয়েছেন-১৫৯১, ছাড়পত্রের পর বর্তমানে হোম কোয়ারেন্টাইন ব্যাক্তির সংখ্যা- ২৯৪, প্রাতিষ্ঠানেক কোয়ারেন্টাইন ব্যাক্তির সংখ্যা-০৮ এবং এ ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্য হয়েছে- ২৬ জনের।

নওগাঁয় লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্ত: নেই স্বাস্থ্য সচেতনতা

এ সম্পর্কিত আরও পড়ুন

Leave a Reply

লেখক থেকে আরো