28 C
Dhaka
Sunday, March 26, 2023

নওগাঁ মহিলা আ‘ লীগের নানা আয়োজনে ৫২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

আতাউর শাহ্, নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁয় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, এক মিনিট নীরবতা পালন, আলোচনা সভা ও কেক কাটার মধ্যে দিয়ে মহিলা আওয়ামী লীগের ৫২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষে শনিবার বেলা ১১টায় জেলা মহিলা আওয়ামী লীগের আয়োজনে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নির্মল কৃষ্ণ সাহা।

নওগাঁ মহিলা আ‘ লীগের নানা আয়োজনে ৫২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

এসময় জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি পারভীন আকতারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক সাংসদ শাহিন মনোয়ারা হক, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইলিয়াস তুহিন রেজা, আওয়ামী লীগ নেতা শাহ পরান নয়ন, মাহিম, জেলা মহিলা লীগের সহ সভাপতি সোমা মজুমদার, সাধারণ সম্পাদক লিপি সাহা, ছাত্রলীগের সাধারণ সম্পাদক আমানুজ্জামান শিউল, নওগাঁ পৌর মহিলা আওয়ামীলীগের শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক চাঁদ আক্তার বানুসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও মহিলা লীগের প্রমূখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে একটি আনন্দ র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।#

এ সম্পর্কিত আরও পড়ুন

Leave a Reply

লেখক থেকে আরো