ফয়সাল মাহমুদ, নড়াইল প্রতিনিধিঃ- নড়াইলে ক্রিকেট তারকা মাশরাফির ব্যবস্থাপনায় বিজয় দিবস বঙ্গবন্ধু টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট-২০২০ আয়োজন করা হয়েছে। আগামি ৩০ ডিসেম্বর থেকে নড়াইলের বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামে ৫ টিমের এ টুর্নামেন্ট শুরু হবে। এ উপলক্ষে আজ (২২ ডিসেম্বর) বিকেলে নড়াইলের চিত্রা রিসোর্টে প্লেয়ার চয়েজ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ৫টি দলের ৫টি ক্যাটাগরিতে ৭৫জন খেলোয়াড় নিলাম হয়। চিত্রা রিসোর্টের হল রুমে অনুষ্ঠানের শুরুতে ভার্চুয়াল বক্তব্য দেন নড়াইল-২ আসনের এমপি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সফল সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত অন্যান্যের মধ্যে বক্তব্য দেন নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম, নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের ক্রিকেট কোচ সঞ্জিব বিশ্বাস সাজু, ফুটবল কোচ কার্ত্তিক দাস, নড়াইল ক্রীড়া সংস্থার প্রতিনিধি আবিদুর রহমান লিকু, মাশরাফির হাতে গড়া নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন ক্রিকেট একাদশের স্বত্বাধিকারি ফাউন্ডেশনের সাধারন সম্পাদক তরিকুল ইসলাম অনিক, নড়াইলের কৃতি সন্তান বীরশেষ্ঠ নূর মোহাম্মদ একাদশের গর্বিত স্বত্বাধিকারি শামিম সিকদার, চিত্রশিল্পী এস.এম সুলতান একাদশের স্বত্বাধিকারি বাবুল মুসুল্লী, একুশে পদকপ্রাপ্ত চারণ কবি বিজয় সরকার একাদশের স্বত্বাধিকারি মইনুল ইসলাম বাবু ও মাসুম জুলহাস ববি, জারি সম্রাট মোসলেম উদ্দিন একাদশের স্বত্বাধিকারি মোঃ আশরাফুল আলম প্রমুখ।
ক্রিকেট তারকা মাশরাফি বিন মুর্তজা বলেন, এ ধরনের একটি টুর্নামেন্ট আয়োজনের মধ্য দিয়ে আমরা নতুন একটি অধ্যায়ে পা রাখছি। এবার অনেকটা সাদামাটাভাবে হচ্ছে। আগামিতে আরও সুন্দর এবং সংগঠিতভাবে আয়োজন করা হবে। প্রথম আয়োজন বিধায় অনেক ভুল ত্রূটি হতে পারে, সেটা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। প্রতি বছর এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। তিনি ক্রিকেট ছাড়াও অন্যান্য খেলাধুলার টুর্নামেন্টের আয়োজনের আশ্বাস দেন।
আয়োজক কর্মকর্তা গাজী আব্দুল মজিদ জানান, বিপিএল-এর আদলে আগামি ৩০ ডিসেম্বর থেকে নড়াইলের বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামে ৫টিমের এ টুর্নামেন্ট শুরু হবে।
এ টুর্নামেন্টের আর্থিক পৃষ্ঠপোষকতায় রয়েছে ওয়ালটন ও মিনা বাজার। টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান হবে ঢাকায়। সার্বিক ব্যবস্থাপনায় রয়েছেন নড়াইল-২ আসনের এমপি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সফল অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।