29 C
Dhaka
Friday, March 31, 2023

নড়াইলে ছয় ইটভাটাকে জরিমানা, দশ উচ্ছেদ!

ফয়সাল মাহমুদ, নড়াইল জেলা প্রতিনিধি:
নড়াইলে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থ্কাায় অবৈধ ইটাভাঙ্গা উচ্ছেদ অভিযান শুর হয়েছে।

নড়াইলে ছয় ইটভাটাকে জরিমানা, দশ উচ্ছেদ!

গত ২২ ও ২৩ ডিসেম্বর এই দুই দিনে জেলায় মোট ১০টি ইটভাটা ভাঙ্গা হয়েছে। এই সময়ে আরো ৬টি ইটভাটাকে বিভিন্ন মেয়াদে জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর টিম।

পরিবেশ অধিদপ্তর যাশোর অঞ্চলের উপপরিচালক সাঈদ আনোয়ার’র নেতৃত্বে কালিয়া উপজেলার ৪টি ইটভাটা ভাঙ্গা হয়েছে এবং ৬টি কে জরিমানা করা হয়েছে।

এছাড়া বুধবার (২৩ ডিসেম্বর) লোহাগড়া উপজেলার ৬টি ইটভাটা গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর’র নির্বাহী ম্যাজিষ্ট্রেট রোজিনা আক্তারসহ ফায়ার সার্ভিসের লোকেরা।

এ সম্পর্কিত আরও পড়ুন

Leave a Reply

লেখক থেকে আরো