26 C
Dhaka
Thursday, March 23, 2023

নড়াইলে ৩টি দোকান আগুনে পুড়ে ছাই।

ফয়সাল মাহমুদ, নড়াইল প্রতিনিধি:- লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়নের মিঠাপুর বাজারে অগ্নিকে তিনটি দোকান পুড়ে গেছে।

আজ রোববার ভোর ৪টায় সংঘটিত এ ঘটনায় প্রায় ১৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন দোকানিরা।

স্থানীয় ও ক্ষতিগ্রস্তরা জানান, প্রতিদিনের মতো শনিবার রাতে দোকান বন্ধ করে সবাই বাড়ি চলে যায়। রোববার ভোরে আমীর আলীর মুদিখানার দোকান থেকে অগ্নিকান্ডের সূত্রপাত্র হয়। পরে তা পাশের এনামুলের ফার্মেসী ও শরীফের সাইকেল পার্টসের দোকানে আগুন ছড়িয়ে পড়ে।

আগুন দেখে প্রথমে স্থানীয়রা নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে ২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুন লাগতে পারে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

Leave a Reply

লেখক থেকে আরো