নড়াইলের অন্যতম বাজার হিসেবে পরিচিত রাধানগর হাট। এখানে তরমুজ বিক্রি হচ্ছে ৪০ টাকা কেজি দরে। তবে খুশির কথা হলো ক্রেতা তার চাহিদামত ২৫০গ্রাম বা যেকোন পরিমাণে তরমুজ ক্রয়করতে পারছে।
গত ২৮ এপ্রিল বুধবার উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে কয়েকজন তরমুজ ব্যবসায়ীকে জরিমানা করে এবং সকল তরমুজ ব্যবসায়ীকে নির্দেশ দেওয়া হয়েছে পিস হিসেবে তরমুজ বিক্রির জন্য। বিক্রেতারা যদি কেজি দরে বিক্রি করতে চায় তাহলে ক্রেতার চাহিদামত ১০০ গ্রাম তরমুজও বিক্রি করতে বাধ্য থাকিবে।
এরই ধারাক্রমে আজ শনিবার নড়াইল জেলা লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের রাধানগর গ্রামে কেজিতে এবং পিস হিসেবেও বিক্রি হচ্ছে তরমুজ। প্রতিকেজি তরমুজ ৪০ টাকা দরে ক্রেতার চাহিদামত ২৫০ গ্রাম তরমুজ ১০ টাকায় বিক্রি হচ্ছে। এতে এলাকার সর্বস্তরের জনগন ক্রয় করতে পারছে মৌসুম ভিত্তিক ফল তরমুজ।
এ প্রসঙ্গে ক্রেতারা বলেন চাহিদা মত পরিমাণে তরমুজ ক্রয় করতে পেরে তারা খুশি হলেও সকলের সুবিধার্থে প্রতিকেজি তরমুজের দাম আরও কমানো উচিত।