স্বাস্থ্য ও পরিবারকল্যান মন্ত্রনালয়ের স্বাস্থ্যশিক্ষা ও পরিবার কল্যান বিভাগের ফিজিক্যাল ফ্যাসিলিটিজ ডেভেলপয়েন্ট কর্মসূচির আওতায় স্বাস্থ্যশিক্ষা প্রকৌশল অধিদপ্তরের তত্বাবধানে ৪ কোটি ৭২ লাখ টাকা ব্যায়ে ৫২ শতক জমির উপর তিনতলা বিশিষ্ট এভবন নির্মান কাজের ভিত্তি প্রস্তরের কাজে দুর্নীতির অভিযোগ করেছে এলাকাবাসী।
এলাকাবাসী জানায় হাসপাতালের স্টিল সাটারিং ব্যবহার করার কথা থাকলেও সেখানে কাঠের সাটারিং দিয়ে কাজ করা হচ্ছে এবং কাজের জন্য নিম্নমানের রাভিশ যা হাতের চাপেই ভেঙ্গে গুড়া হয়ে যাচ্ছে। সেখানে উপস্থিত এলাকাবাসী এর প্রতিবাধ করতে গেলে কন্টাকটার তাদের নানা রকম ভয়ভীতি ও হুমকি দিয়ে থামিয়ে রাখার চেষ্টা করছে।
এভবন নির্মাণের ফলে এলাকার মানুষ বিশেষ করে মা ও শিশুরা উন্নত পরিবেশে স্বাস্থ্যসেবার সুযোগ পাবে এমন প্রত্যাশা থাকলেও নির্মানের শুরুতেই অনিয়ম আর দুর্নীতি হলে তাদের প্রত্যাশা কতুটুকুই বা পূর্ণ হবে সেটাও প্রশ্নবিদ্ধ করেছে। তাই দ্রুত প্রশাসন ও উর্ধতন কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করে এলাকাবাসী।