29 C
Dhaka
Tuesday, June 6, 2023

নতুন লুকে কিং খান!

অনলাইন ডেস্ক:- সিনেমা জগতে অনেক দিন ধরেই দেখা যায়নি বলিউড বাদশাহ শাহরুখ খানকে। অধির আগ্রহে অপেক্ষায় ছিলেন ভক্তরা। অবশেষে নতুন লুকে প্রকাশ্যে এলেন তিনি।

পেটানো চেহারা, কয়েকদিনের না কামানো দাড়ি ও কাঁধ ছাপিয়ে যাওয়া লম্বা এলোমেলো চুলে বাঁধা ‘মেন বান’ বাঁধা শাহরুখের এই নয়া চেহারা দেখে চমকে গেছে তাঁর অনুরাগীরা। খুব সম্ভবত সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘পাঠান’ ছবির লুকেই ক্যামারার সামনে এদিন ধরা দিয়েছেন শাহরুখ।

অবশ্য ‘কিং খান’ এর এই নতুন লুকের সঙ্গে যে ২০১১ সালে মুক্তি পাওয়া ‘ডন ২’ ছবির লুকের সাদৃশ্য পাওয়া যাচ্ছে সেকথাও স্বীকার করেছেন নেটিজেনরা। ‌‘পাঠান’-এ শাহরুখের সঙ্গে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে দীপিকা পাড়ুকোন ও জন অ্যাব্রাহামকে।

এ সম্পর্কিত আরও পড়ুন

Leave a Reply

লেখক থেকে আরো