17 C
Dhaka
Sunday, February 5, 2023

নাইজেরিয়ায় দুর্ঘটনার পর বাসে আগুন, দগ্ধ হয়ে নিহত ২০

পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ২০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে শিশুও রয়েছে। দেশটির উত্তরাঞ্চলে একটি মিনিবাস ও কারের মধ্যে সংঘর্ষে প্রাণহানির এই ঘটনা ঘটে। বুধবার (২০ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

নাইজেরিয়ার সড়ক নিরাপত্তা সংস্থা মঙ্গলবার (১৯ এপ্রিল) জানিয়েছে, পশ্চিম আফ্রিকার এই দেশটির উত্তরাঞ্চলে একটি মহাসড়কে যাত্রীবোঝাই মিনিবাস এবং কারের সংঘর্ষের পর মিনিবাসটিতে আগুন ধরে যায়। এতে আগুনে পুড়ে ২০ জন নিহত হন। নিহতদের মধ্যে শিশুও রয়েছে।

নাইজেরিয়ার বাউচি প্রদেশের ফেডারেল রোড সেফটি কর্পস (এফআরএসসি) কমান্ড এক বিবৃতিতে জানিয়েছে, ‘অত্যন্ত দ্রুতগতিতে গাড়ি চালানোর কারণে দুর্ঘটনাটি ঘটেছে। দুর্ঘটনায় ২০ জন নিহত এবং আগুনে পুড়ে ছাই হয়ে গেছেন। এছাড়া একজন গাড়িচালক আহত হয়েছেন।’

আফ্রিকার সবচেয়ে জনবহুল এই দেশটিতে অনেক রাস্তা ভালোভাবে রক্ষণাবেক্ষণ করা হয় না। ফলে গর্ত ও খানা-খন্দে ভরা এসব রাস্তায় দুর্ঘটনা খুবই সাধারণ বিষয় এবং এতে করে প্রতি বছর অসংখ্য মানুষের প্রাণহানি হয়ে থাকে।

এ সম্পর্কিত আরও পড়ুন

Leave a Reply

লেখক থেকে আরো