26 C
Dhaka
Thursday, March 23, 2023

নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের কমিটি বিলুপ্ত

নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। শনিবার (৮ জানুয়ারি) কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়।

‘মেয়াদোত্তীর্ণ হওয়ায়’ এ কমিটি ভেঙে দেওয়া হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, মেয়াদোত্তীর্ণ হওয়ায় নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো।

তবে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের প্রচারণার মধ্যেই মহানগর ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা নিয়ে নানা আলোচনা-সমালোচনা চলছে।

উল্লেখ্য, হাবিবুর রহমান রিয়াদকে সভাপতি ও হাসনাত রহমান বিন্দুকে সাধারণ সম্পাদক করে ২০১৮ সালের ২৯ এপ্রিল নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়। পরে ২০১৯ সালের ২৮ জুলাই পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেন ছাত্রলীগের তৎকালীন কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন এবং সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী।

এ সম্পর্কিত আরও পড়ুন

Leave a Reply

লেখক থেকে আরো