মোঃ নুরুজ্জামান হোসেন, হিলি সংবাদদাতা: দিনাজপুরের হিলিতে নিজ বাড়ির উঠানে দুর্বৃত্তের ছুরিকাঘাতে মাহফুজা বেগম (৩৬) নামের এক নারী গুরুত্বর আহত হয়েছেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে আশংঙ্খাজনক অবস্থায় তাকে দিনাজপুর মেডিকেল হাসপাতালে প্রেরণ করেছে কতর্ব্যওু চিকিৎসক।
গতকাল শনিবার রাত আট টার দিকে উপজেলার মধ্যবাসুদেবপুর (মাঠপাড়া) নামক এলাকায় তার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর থানার অফিসার ইনার্চজ খায়রুল বাশার শামীম।
স্থানীয়রা জানান,মাহফুজা নিজ বাড়িতে তালা দিয়ে পাশের বাসায় যাবার পথে কে বা কাহারা রাতের আধাঁরে তার নিজ বাড়ির উঠানে তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়,পরে মাহফুজা আহত অবস্থায় চিৎকার দিলে আমরা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা শেষে দিনাজপুরে পাঠিয়েছে।
হাকিমপুর স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার সজল কান্তি রায় বলেন,আজকে সাড়ে ৮ টার দিকে জরুরী বিভাগে ধারালো অস্ত্রের আঘাত পাওয়া নারী আসে। পরে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। প্রচুর রক্তক্ষরণ হবার কারনে এবং রোগী গুরুতর হওয়ায় আমরা তাকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছি। তিনি আরো বলেন ওই নারীর শরীরের বিভিন্ন অংশের ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে।
হাকিমপুর থানার অফিসার ইনর্চাজ খায়রুল বাশার শামীম বলেন,আমরা খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। পরিবারের পক্ষ থেকে অভিযোগ দিলে আমরা আইনগত ব্যবস্থা নিবো। আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি এবং কারা এর সাথে জড়িত তাদের দ্রুত আইনের আওতায় আনার ব্যবস্থা করছি।