29 C
Dhaka
Saturday, March 25, 2023

নির্বচনে পক্ষ পাতিত্ব করায় বাঘারপাড়ায় দুই দারগা ক্লোজড!

তোবারক হোসেন ও হরসিত বাবু নামে দুই দারগাকে যশোরের বাঘারপাড়া উপজেলার উপনির্বাচনে একটি পক্ষের পক্ষপাতিত্ব করায় লাইনে ক্লোজড করা হয়েছে। প্রশাসনিক কারণ দেখিয়ে ৮ ডিসেম্বর দুপুরে পুলিশ সুপার তদের ক্লোজ করেছেন বলে নিশ্চিত করেছেন ওসি সৈয়দ আল মামুন।

তারা একটি বিশেষ মহলের এজেন্ডা বাস্তবায়ন করতে বিভিন্ন ইউনিয়ন থেকে আওয়ামী লীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবকলীগ নেতাসহ অন্তত ২৫ নেতা-কর্মীকে আটক করে। যাদের সবাই আনারস প্রতীকের প্রার্থী দিলু পাটোয়ারীর কর্মী-সমর্থক বলে জানা যায়।

স্থানীয় সূত্র জানিয়েছে, আগামীকালের নির্বাচনে আনারসের প্রার্থীকে হারাতে তার পক্ষের নেতা কর্মীদের আটক করে পক্ষপাতিত্ব করায় তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেয়া হয়েছে। ১০ ডিসেম্বর বাঘারপাড়া উপজেলা পরিষদের উপ নির্বাচন। এই ভোটকে সামনে রেখে একটি মামলার সূত্র ধরে বিভিন্ন ইউনিয়ন থেকে আওয়ামী লীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবকলীগ নেতাসহ অন্তত ২৫ নেতা-কর্মীকে আটক করে পুলিশ। এ নিয়ে বাঘারপাড়া এলাকায় ব্যাপক সোরগোল ও তুমুল হৈচৈ শুরু হয়। এরপর ওই দু’অফিসার ক্লোজ বলে তথ্য ছড়িয়ে পড়ে গোটা বাঘারপাড়ায়।

এ সম্পর্কিত আরও পড়ুন

Leave a Reply

লেখক থেকে আরো