27 C
Dhaka
Sunday, December 4, 2022

নোবিপ্রবিতে অগ্নিকাণ্ড, পুড়ে ছাই এমআইএস বিভাগ

নোবিপ্রবি প্রতিনিধি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) প্রশাসনিক ভবনের চতুর্থ তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল শনিবার (১৬ এপ্রিল) সকাল নয়টার দিকে এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শর্টসার্কিটের কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

 

অগ্নিকাণ্ডে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস বিভাগ। 

অগ্নিকাণ্ডের খবর শুনে ঘটনাস্থলে আসেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. আব্দুল বাকী। তিনি বলেন, শনিবার সকাল ৯টার দিকে অগ্নিকাণ্ড শুরু হয়। ফায়ার সার্ভিসের দুটি ইউনিটসহ সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা আগুন নেভাতে সক্ষম হই। ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণের জন্য তদন্ত কমিটি গঠন করা হবে বলেও জানান তিনি।

এ সম্পর্কিত আরও পড়ুন

Leave a Reply

লেখক থেকে আরো