32 C
Dhaka
Tuesday, June 6, 2023

নোবিপ্রবি’র আবাসিক হলে করোনার হানা

নোবিপ্রবি প্রতিনিধি: করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) বীর মুক্তিযোদ্ধা সাবেক স্পীকার আব্দুল মালেক উকিল হলের এক আবাসিক শিক্ষার্থী। 

বুধবার (১৯ জানুয়ারি) এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে হল কতৃপক্ষ। আক্রান্ত ওই শিক্ষার্থী হলের ২০২ নম্বর কক্ষে থাকতেন। ভাইরাসটি হলের অন্য শিক্ষার্থীদের মধ্যে যাতে ছড়িয়ে না পড়ে সেজন্য ওই কক্ষে সর্বসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

এদিকে গত কয়েকদিনে বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি, পরিসংখ্যানসহ কয়েকটি বিভাগের পাঁচজনের অধিক শিক্ষক করোনায় আক্রান্ত হয়ে হোম কোয়ারেন্টাইনে আছেন। হঠাৎ ক্যাম্পাসে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় মাস্ক পরিধান ব্যতীত ক্লাস, পরীক্ষা, অফিস এবং ক্যাম্পাসে উপস্থিত না হওয়ার জন্য সকল শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের অনুরোধ জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এ সম্পর্কিত আরও পড়ুন

Leave a Reply

লেখক থেকে আরো