29 C
Dhaka
Friday, March 31, 2023

নোবিপ্রবি তে শুরু হচ্ছে পবিত্র কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা

খোশ আমদেদ পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে অনলাইনে পবিত্র কোরআন তিলাওয়াত প্রতিযোগিতার আয়োজন করেছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) একমাত্র অনলাইন ভিত্তিক টিভি চ্যানেল ‘নোবিপ্রবি টিভি’।

গত বুধবার(১৪ এপ্রিল) নোবিপ্রবি টিভির প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক মাইনুদ্দিন পাঠান এ প্রতিযোগিতার বিষয়টি নিশ্চিত করেছেন।

১৫ এপ্রিল(২য় রমজান) থেকে ২০ এপ্রিল (৭ম রমজান) পর্যন্ত প্রতিযোগীরা কোরআন পাঠের ভিডিও/অডিও পাঠিয়ে অংশগ্রহণ করতে পারবে। উক্ত ভিডিও অথবা অডিওটি নোবিপ্রবি টিভি পেইজে প্রচার করা হবে। সেই সাথে সেরা ৫ জন প্রতিযোগীকে পুরষ্কৃত করা হবে।

যেভাবে প্রতিযোগিতায় অংশগ্রহন করা যাবে :

প্রতিযোগীরা ২ থেকে ৫ মিনিটের একটি অডিও অথবা ভিডিও তৈরি করে নোবিপ্রবি টিভির অফিসিয়াল পেইজে ইনবক্স করতে হবে অথবা nstutv24@gmail.com মেইল করতে হবে অথবা 01859743979 নম্বরে হোয়াটসঅ্যাপ করতে হবে।

ফাইলটির সাথে নাম, ডিপার্টমেন্ট, সেশন, মোবাইল নাম্বার, এক কপি ছবি প্রেরন করতে হবে।

দৈনিক সত্যের সকাল / জোবায়ের (নোবিপ্রবি)

এ সম্পর্কিত আরও পড়ুন

Leave a Reply

লেখক থেকে আরো