ব্রিটেনের আরেকটি নতুন টিকা নোভাভ্যাক্স নতুন বৈশিষ্ট্যের করোনার বিরুদ্ধে ৮৯ শতাংশ কার্যকর বলে প্রমাণিত হয়েছে। চলতি বছরের দ্বিতীয়ার্ধেই টিকাটি সরবরাহের পরিকল্পনা করছে ব্রিটিশ সরকার। বৃহস্পতিবার রাশিয়ার স্পুটনিক ফাইভ ভ্যাকসিনকে জরুরি ব্যাবহারের অনুমোদন দিয়েছে ইরান। একইদিনে চীনের উহানে করোনার উৎস তদন্তে মাঠ পর্যায়ের কাজে নেমেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞ দল। ২৪ ঘন্টায় বিশ্বে মোট সংক্রমণ ছাড়িয়েছে ১০ কোটি ২০ লাখ। আর ২২ লাখ ছাড়িয়ে গেছে মোট প্রাণহানির সংখ্যা।
বিশ্বজুড়ে বেশকয়েকটি করোনা ভ্যাকসিনের চলমান টিকাদান কর্মসূচির মধ্যেই নতুন আরেকটি ভ্যাকসিন নিয়ে ইতিবাচক তথ্য দিলো যুক্তরাজ্য। নোভাভ্যাক্স এর টিকাটি ব্রিটেনে নতুন বৈশিষ্ট্যের করোনার বিরুদ্ধেও ৮৯ দশমিক ৩ শতাংশ কার্যকর বলে ক্লিনিক্যাল ট্রায়ালে দেখা গেছে। টিকাটির এই সাফল্যকে স্বাগত জানিয়েছেন ব্রিটিশ সরকার। যুক্তরাজ্যের ওষুধ নিয়ন্ত্রক প্রশাসন এখন ভ্যাকসিনটি মূল্যায়ন করবে বলে মন্তব্য করেছেন তিনি। এখন পর্যন্ত যুক্তরাজ্যের সংরক্ষণে রয়েছে টিকাটির ৬ কোটি ডোজ।