নড়াইল জেলা পুলিশের আয়োজনে মাসিক কল্যাণ সভা ও আগস্ট মাসের ভালো কাজের জন্য মানদণ্ড অনুযায়ী শ্রেষ্ঠ অফিসারদের পুরস্কৃত করলেন পুলিশ সুপার।
অদ্য ১০/সেপ্টেম্বর সকাল ১০:০০ ঘটিকায় নড়াইল জেলা পুলিশের আয়োজনে মাসিক কল্যাণ সভা, জেলা পুলিশ লাইন্স ড্রিলসেটে অনুষ্ঠিত হয়।
কল্যাণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব প্রবীর কুমার রায়, পিপিএম (বার)। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোঃ রিয়াজুল ইসলাম, (সদর সার্কেল) তানজিলা সিদ্দিকা, অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার) জনাব এস.এম কামরুজ্জামান, সকল থানা ও বিভিন্ন পুলিশ ইউনিটের অফিসার ইনচার্জসহ পুলিশ সদস্যগণ।
কল্যাণ সভায় পুলিশ সুপার মহোদয় সকল পুলিশ সদস্যদের খোঁজখবর নেন এবং কোন প্রকার অসুবিধা থাকলে তাৎক্ষণিকভাবে পুলিশ সুপার মহোদয়কে জানানোর জন্য নির্দেশনা প্রদান করেন।
কল্যাণ সভা শেষে আগস্ট/২০২১ ইং মাসের বিভিন্ন ক্যাটাগরিতে যে সকল পুলিশ অফিসার ও ফোর্সগণ শ্রেষ্ঠ স্থান অধিকার করেছেন, পুলিশ সুপার জনাব প্রবীর কুমার রায়, পিপিএম (বার) মহোদয় তাদের হাতে পুরস্কার তুলে দেন।
পুলিশ সুপার মহোদয় কল্যাণ সভায় তার বক্তব্যে বলেন ভালো কাজের জন্য পুরস্কার এবং মন্দ কাজের জন্যে তিরস্কার। কাজেই সকল পুলিশ সদস্যকে অত্যন্ত সততা ও নিষ্ঠার সাথে তাদের উপর অর্পিত দায়িত্ব পালন করতে হবে।
দায়িত্বে অবহেলার অভিযোগ পেলে কাউকে ছাড় দেওয়া হবে না। তিনি আরো বলেন বর্তমান করোনার প্রাদুর্ভাব বেড়ে গেছে তাই অবহেলা না করে সকলকে স্বাস্থ্য বিধি মেনে ডিউটি পালন করতে হবে, এবং যার যার এলাকায় সজাগ দৃষ্টি রাখতে হবে, দাঙ্গা-হাঙ্গামা যাহাতে না হয় এবং সকল জনগণের সাথে সুন্দর ব্যবহারের মাধ্যমে সেবা প্রদান করতে হবে।
এছাড়াও কোনো পুলিশ সদস্যের বিরুদ্ধে মাদকসেবনের অভিযোগ পাওয়া গেলে কঠিনতম ব্যবস্থা গ্রহণ করা হবে।
করোনা ভাইরাসের কারণে বদলে গেছে আমাদের জীবন। আনন্দ–বেদনায়, সংকটে, উৎকণ্ঠায় কাটছে সময়। আপনার সময় কাটছে কিভাবে? লিখতে পারেন দৈনিক সত্যের সকালে। আজই পাঠিয়ে দিন – sottersokal@gmail.com