পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বরিশাল ক্যাম্পাস) এর সকল পর্যায়ের সাবেক ছাত্রছাত্রীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের লক্ষ্যে রাজধানী ঢাকার ধানমন্ডি ৩/এ তে অবস্থিত পাপরিকা রেস্টুরেন্টে সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
শুক্রবার (১২ মে) উক্ত সভায় সর্বসম্মতিক্রমে ডাঃ ফয়েজ খান রাকিবকে সভাপতি ও ডাঃ এস.এম. জিয়াউল হক রাহাতকে সাধারণ সম্পাদক করে আগামী ২ বছরের জন্যে নতুন আংশিক কমিটি গঠন করা হয়। কমিটির সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেন ডাঃ মোঃ গোলাম মোর্শেদ উজ্জ্বল ও ডাঃ আব্দুল্লাহ আল মতিন।
আংশিক কমিটির অন্যান্য সদস্যবৃন্দ হলেন সহ-সভাপতি ডাঃ মুনির মোর্শেদ জুয়েল, যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে আছেন ডাঃ মশিউর রহমান মিথুন, ডাঃ নুরুজ্জামান শাহানূর ও কাইয়ুম হোসেন নিবিড়। সাংগাঠনিক সম্পাদক ডাঃ মোঃ আরিফুল ইসলাম। কোষাধ্যক্ষ ডাঃ কামরুল হাসান সৈকত,
সভায় নতুন কমিটির সাধারণ সম্পাদক ডা:এস.এম.জিয়াউল হল রাহাত বলেন, বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ঘোষিত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নিজদেরকে আত্মনিয়োগ, অ্যালামনাইগণের পেশাগত দক্ষতা উন্নয়ন, আর্তমানবতার সেবায় কাজ করা এবং দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ক্যাম্পাসের ভাবমূর্তি উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার ব্যপারে আমরা দৃঢ় অঙ্গীকারবব্ধ।
অনুষ্ঠানের শুরুতে ক্যম্পাসের প্রয়াত অ্যালামনাইবৃন্দের রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়।পরবর্তীতে নতুন কমিটিকে স্বাগত জানিয়ে অনুষ্ঠান সমাপ্ত করা হয়।