শনিবার (৬ ফেব্রুয়ারি) পাবনার ঈশ্বরদীতে বিভিন্ন জাতীয় দৈনিক এবং স্থানীয় বিভিন্ন সংবাদপত্র বিক্রেতাদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
অল কমিউনিটি কাব লিমিটেড, গুলশান ঢাকার সহযোগিতায় সমকাল সুহৃদ সমাবেশ ঈশ্বরদী শাখা এই উদ্যোগ গ্রহণ করে।
এইদিন সন্ধ্যায় সাপ্তাহিক ঈশ্বরদী কার্যালয়ে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমকাল সুহৃদ সমাবেশ ঈশ্বরদী শাখার সভাপতি আর.কে.বাবু।
সুহৃদ সাধারণ সম্পাদক মাসুদুল ইসলাম মাসুদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন সমকালের ঈশ্বরদী প্রতিনিধি সেলিম সরদার, সংবাদপত্র এজেন্ট আক্তারুজ্জামান মীরু, শেফালী পত্রিকা বিতানের ম্যানেজার সামসাদ আহমেদ চুন্নু, প্রবীন সংবাদপত্র বিক্রেতা আব্দুল মান্নান, মুরাদ হাসান প্রমুখ।