25 C
Dhaka
Sunday, May 28, 2023

পদ্মার জালে বিশাল আকৃতির বাগাড় মাছ

রাশেদুল হক অন্তর, বাঘা উপজেলা:- বাংলাদেশের সীমানার ভেতরে চার শত প্রজাতির অধিক মাছ পাওয়া যায়। মাছের দিক দিয়ে বাংলাদেশ খুব সমৃদ্ধ। মাছ উৎপাদনেও বাংলাদেশ সামনের কাতারে অবস্থান করছে। মাছে ভাতে বাঙ্গালী তাই নদী মাতৃক বাংলাদেশের চিরাচরিত প্রবাদ। প্রায় চার শতের অধিক নদী, অসংখ্য খাল, বিল, হাওর, বাওর, ডোবা, নালার বাংলাদেশে পাওয়া যায় নানা রং ও স্বাদের মাছ। আকার আকৃতিতে ও এরা যেমন বিচিত্র, নামগুলোও তেমনি নান্দনিক। বৌরাণী, গুলশা, তপসে, চিতল, কাকিলা, কই, শিং, পাবদা আরও কত কি!

২১শে ফেব্রুয়ারী সকালে রাজশাহী জেলা বাঘা উপজেলার ৭ নং চকরাজাপুর ইউনিয়নে ওলিয়ার নামক জেলের জালে ৪০ কেজি ওজনের বাগাড় মাছ আটকা পড়ে। স্থানীয় মোঃ বিজয় আহমেদ জানান উক্ত মাছের বাজার মূল্য ১০০০ হাজার টাকা কেজি। স্থানীয় কিছু লোকজন সেই মাছ ক্রয় করে।

এ সম্পর্কিত আরও পড়ুন

Leave a Reply

লেখক থেকে আরো