29 C
Dhaka
Friday, March 31, 2023

পদ্মাসেতু দেখে নড়াইলে বাড়ি ফেরা হলো না তিন বন্ধুর


পদ্মা সেতু দেখে বাড়ি ফেরার সময় সড়ক দুর্ঘটনায় মারা গেছেন তিন বন্ধু।তারা হলেন, নড়াইল পৌরসভার মহিষখোলা গ্রামের গাজী আমিনুর রহমানের ছেলে রাউফুল গাজী (১৭), লোহাগড়া উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান নজরুল জমাদ্দারের ছেলে তুর্য জমাদ্দার (১৭) এবং শহরের আব্দুল মান্নানের ছেলে সান (১৭)।

তাদের পারিবার নিহতের বিষয়টি নিশ্চিত করেছে।তাদের পরিবার জানায়, সোমবার (১৭ মে) সকালে মোটরসাইকেল যোগে তারা পদ্মা সেতু দেখতে যায়।সন্ধ্যার ফেরার সময় মাওয়া-নড়াইল মহাসড়কের জয় বাংলা নামক স্থানে পৌঁছালে সামনের দিক থেকে আসা একটি মাইক্রেবাসের মুখোমুখি সংঘর্ষ হয়।এতে ঘটনাস্থলে দুই বন্ধু মারা যায়। মুমূর্ষু অবস্থায় গোপালগঞ্জ সদর হাসপাতালে নেয়ার সময় সান মারা যায়।

নড়াইল পুলিশ সুপার প্রবীর কুমার রায় পিপিএম-বার নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মোটরসাইকেল ও ড্রাইভিং লাইসেন্স এবং হেলমেট যারা পরেন না তাদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে অভিযান চালানো হচ্ছে। নিয়ম মানলে এ মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটতো না।

দৈনিক সত্যের সকাল / ফয়সাল মাহামুদ (নড়াইল সদর)

এ সম্পর্কিত আরও পড়ুন

Leave a Reply

লেখক থেকে আরো