জহির, ক্যাম্পাস প্রতিনিধি (পবিপ্রবি) : “বঙ্গবন্ধুর অবদান, কৃষিবিদ ক্লাস ওয়ান”
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৩ সালের ১৩ ফেব্রুয়ারি কৃষিবিদদের প্রথম শ্রেণীর মর্যাদা প্রদান করেন। তাই ১৩ ফেব্রুয়ারিকে কৃষিবিদ দিবস হিসেবে পালিত হয়ে আসছে। এরই ধারাবাহিকতায় আজ ১৩ ফেব্রুয়ারি (শনিবার) পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) চত্বরে কৃষিবিদ দিবস-২০২১ পালিত হয়েছে।
অনুষ্ঠানের শুরুতে আজ সকাল ১০.০০ টায় বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। পুষ্পার্ঘ্য অর্পণের পরপরই একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভিসি প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত, বিশেষ অতিথি হিসেবে ছিলেন সাবেক প্রো-ভিসি প্রফেসর মোহাম্মদ আলী। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পবিপ্রবির কৃষিবিদ দিবস-২০২১ উদযাপন কমিটির আহবায়ক ও সয়েল সায়েন্স বিভাগের প্রফেসর ড. মোঃ ফজলুল হক।
আলোচনা সভায় প্রধান অতিথি, বিশেষ অতিথি ও অনুষ্ঠানের সভাপতি বক্তব্য রাখার পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে থেকেও শিক্ষার্থীরা বক্তব্য রাখেন।উল্লেখ্য, উক্ত উপস্থিত থাকেন সকল অনুষদের মাননীয় ডিন মহোদয়, বিভাগীয় প্রধানসহ অন্যান্য শিক্ষক শিক্ষিকা মন্ডলী ও সাধারণ শিক্ষার্থীবৃন্দ।
উক্ত আলোচনা সভার শেষে ১০.৩০ মিনিটে এক বর্ণাঢ্য র্যালী করা হয়। র্যালী শেষেই সভাপতি উক্ত অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।