33 C
Dhaka
Sunday, May 28, 2023

পবিপ্রবি শাখা ছাত্রলীগের উদ্যোগে শিবির বিরোধী বিক্ষোভ সমাবেশ

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দেয়ালে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের পোস্টার লাগানো হয়। গতকাল মধ্যরাতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীদের নজরে আসলে তারা পোস্টার ছিড়ে ফেলে এবং বিক্ষোভ মিছিল বের করে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানঘুরে জয় বাংলা পাদদেশে প্রতিবাদ সমাবেশ করেন। পরবর্তীতে তারা আওয়ামীলীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।

এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ক্রীড়া সম্পাদক মোঃ মহসিন, অর্থ বিষয় সম্পাদক মোঃ রাকিবুল ইসলাম রোমিও, স্কুল ছাত্র-বিষয়ক সম্পাদক মোঃ কাওসার, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল শাখার সাধারণ সম্পাদক মোঃ সাইফ হোসেন, উপ ক্রিড়া সম্পাদক মশিউর রহমান বাবু, উপ অর্থ সম্পাদক শাওন আহম্মেদ, তথ্য ও গবেষণা বিষয়ক উপ-সম্পাদক শিপুলসহ আরোও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ও বিভিন্ন হল শাখার নেতৃবৃন্দ।

এ সম্পর্কিত আরও পড়ুন

Leave a Reply

লেখক থেকে আরো