35 C
Dhaka
Wednesday, June 7, 2023

পরিবহন ধর্মঘটেও হিলি স্থলবন্দরে আমদানি-রফতানি স্বাভাবিক

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে সারাদেশে পরিবহন ধর্মঘট চললেও দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি কার্যক্রম স্বাভাবিক রয়েছে। সেই সঙ্গে স্বাভাবিক রয়েছে বন্দরে লোড-আনলোডের কার্যক্রম। বন্দর থেকে পণ্য পরিবহন করতে দেখা গেছে ট্রাক চালকদের।

শনিবার (৬ নভেম্বর) সকাল থেকেই হিলি বন্দরে ভারত থেকে পণ্যবাহী ট্রাক প্রবেশ করেছে। হিলি পানামা পোর্ট লিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাব মল্লিক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি আরও জানান, সারাদেশে পরিবহন ধর্মঘট চললেও আমাদের হিলি স্থলবন্দরে এর কোনো প্রভাব পড়েনি। সকাল থেকে আমদানি রফতানি কার্যক্রম স্বাভাবিক রয়েছে। ইতোমধ্যে বন্দরে পণ্য নিতে ৭৩টি বাংলা ট্রাক প্রবেশ করেছে।

হিলি স্থলবন্দরের আমদানি-রফতানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশিদ হারুন জানান, আমদানি-রফতানি স্বাভাবিক রয়েছে। তবে পরিবহন ধর্মঘটের কারণে দেশের বিভিন্ন স্থানে পণ্য পাঠাতে আমাদের একটু সমস্যায় পড়তে হচ্ছে। যদিও কিছু ট্রাক চলছে, তারা দ্বিগুণ ভাড়া নিয়ে পণ্য পরিবহন করছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

Leave a Reply

লেখক থেকে আরো