29 C
Dhaka
Saturday, March 25, 2023

পাবনায় অস্ত্রসহ ২জন গ্রেপ্তার।

পাবনাঃ- পাবনা র‌্যাব-১২ ক্যাম্পের সদস্যরা ১টি ওয়ান শুটারগানসহ ২ জন অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করেছে।

জানা যায়, শনিবার (২ জানুয়ারি) দিনগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি বিশেষ আভিযানিক দল ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার মোঃ আমিনুল কবীর তরফদার এর নেতৃত্বে পাবনা সদর থানার কোমরপুর বাজারে অভিযান চলিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো পাবনা সদর থানার রাধাকান্তপুর গ্রামের (পদ্মা কলেজ সংলগ্ন) মোঃ ইদ্রিস খাঁর ছেলে মোঃ জিল্লু আলী (২৩) ও মোঃ সেলিম শেখের ছেলে মোঃ আরিফুল ইসলাম (২৫)।

পাবনায় অস্ত্রসহ ২জন গ্রেপ্তার।

গ্রেফতারের সময় তাদের নিকট থেকে ১টি অবৈধ অস্ত্র ওয়ান শুটারগান উদ্ধার করা হয়।

আসামীরা দীর্ঘদিন অবৈধ অস্ত্র ক্রয়-বিক্রয়সহ নিজেদের হেফাজতে রেখে নিজ এলাকাসহ বিভিন্ন এলাকায় সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছিল বলে জানিয়েছেন র‌্যাব।

আসামীদের বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের করা হয়েছে বলে নিশ্চিত করেছেন কোম্পানী কমান্ডার মোঃ আমিনুল কবীর তরফদার।

এ সম্পর্কিত আরও পড়ুন

Leave a Reply

লেখক থেকে আরো