পাবনায় নানা আয়োজনে পালিত হচ্ছে আওয়ামীলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী। বুধবার (২৩ জুন) মহামারী করোনার কারণে স্বল্প পরিসরে স্বাস্থ্যবিধি মেনে সকালে শহরের আব্দুল হামিদ রোডের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণের মধ্য দিয়ে শুরু হয় দিনের কর্মসূচী।
এ সময় নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল রহিম লাল ও সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স এমপি।
সন্ধ্যায় দলীয় কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকী আলোচনা সভা অনুষ্ঠিত হবে। নেতাকর্মীদের সকলকে সেখানে উপস্থিত থাকার জন্য আহবান করা হয়।