পাবনায় হু হু করে বাড়ছে করোনা রোগীর সংখ্যা। গতকাল শুক্রবার (২ জুলাই) পাবনা জেলায় মোট আক্রান্ত ২৪৪ জন। এরমধ্যে ঈশ্বরদীতে ১৮৪ জন ও পাবনায় ৩১ জন। তথ্যসূত্র সিভিল সার্জন অফিস, পাবনা।
এদিকে দুর্যোগপূর্ণ আবহাওয়াতেও ২য় দিনে কঠোর লকডাউনে সারা দেশের মতো পাবনাতেও কঠোর অবস্থানে ছিলো প্রশাসন।
সকাল ৬টা থেকে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ন স্থানে চেকপোস্ট বসিয়ে লকডাউন বাস্তবায়নের জন্য মাঠে কাজ করে জেলা ও পুলিশ প্রশাসনের সদস্যরা। জেলার ৯ উপজেলায় ৪০টি চেকপোস্ট ৬ শতাধিক পুলিশ মাঠে লকডাউন বাস্তবায়নের জন্য কাজ করছে বলে জানা যায়।
একইসঙ্গে পাবনা জেলা প্রশাসনের ৩০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ ৪ টিম বিজিবি ও ৩টিম সেনা সদস্য লকডাউন বাস্তবায়নের জন্য মাঠে টহলে রয়েছেন বলে জানিয়েছেন জেলা প্রশাসন।
তবে সকাল থেকে থেমে প্রবল বৃষ্টি ও বৈরী আবহাওয়ার কারণে সড়কে সাধারণ মানুষের উপস্থিতি এমনিতেই কম দেখা গেছে। বৃষ্টি কমলে বিভিন্ন স্থান থেকে সাধারণ মানুষ রিকশাযোগে যাতায়াত করলে তাদেরকে পুলিশের জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হয়। পাবনায় সব ধরণের ইঞ্জিনচালিত যানবাহন চলাচল বন্ধ রয়েছে।