28 C
Dhaka
Sunday, March 26, 2023

পাবনায় জেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত!

পাবনাঃ- শনিবার (১৮ সেপ্টেম্বর) পাবনা জেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সকাল সাড়ে ১১টায় জেলা আওয়ামীলীগ কার্যালয়ে সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল রহিম লাল ও সাধারন সম্পাদক গোলাম ফারুক প্রিন্স এমপি’র পরিচালনায় সভার কার্যক্রম শুরু হয়।

সভায় বক্তব্য পেশ করেন জেলা আওয়ামীলীগের সহ সভাপতি আলহাজ্ব মকবুল হোসেন এমপি, সহ সভাপতি নুরুজ্জামান বিশ্বাস এমপি, সাংগঠনিক সম্পাদক আহমেদ ফিরোজ কবির এমপিসহ অন্যান্য নেতৃবৃন্দরা।

এ সময় আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উপস্থিত সকলের সম্মতিক্রমে আগামী ২০ নভেম্বর জেলা আওয়ামীলীগের সম্মেলন এবং এর পূর্বে ২০ সেপ্টেম্বর পাবনা পৌর ও ২১ সেপ্টেম্বর সদর উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হবে এই তারিখগুলো ঠিক করা হয়।

জেলা আওয়ামীলীগের সম্মেলনের পূর্বে আটঘড়িয়া, চাটমোহর ও ফরিদপুর উপজেলা আওয়ামীলীগের পূর্নাঙ্গ কমিটি ও কাউন্সিলর এর তালিকা জমা দিতে হবে। যে সকল উপজেলার সম্মেলন হয় নাই সে সকল উপজেলা সম্মেলন শেষ করা হবে। ২৮ সেপ্টেম্বর আওয়ামীলীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন করার বিষয়টি সভায় সিদ্ধান্ত গৃহীত হয়।

এছাড়াও ২৯ সেপ্টেম্বর ঈশ্বরদী উপজেলা আওয়ামীলীগের সম্মেলন অনুষ্ঠিত হবে। আগামী মাসে আবার এই কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হবে।

সভায় বেড়া উপজেলার তৃণমূল নেতাকর্মীরা সাবেক এমপি আরজুর বিভিন্ন নারী ঘটিত কর্মকান্ড, নারীদের সাথে অনৈতিক কাজের অভিযোগ উপস্থাপন করেন। এ সময় উপস্থিত নেতাকর্মীরা তার এমন অনৈতিক কর্মকান্ড নিয়ে ব্যপক আলোচনা-সমালোচনাও করেন।

এছাড়াও গতকাল শুক্রবার মুক্তিযোদ্ধা এএম রফিকুল্লাহ এর সাথে অশোভন আচরণ ও হত্যার হূমকীর বিষয়টিও উঠে আসে।

এ সম্পর্কিত আরও পড়ুন

Leave a Reply

লেখক থেকে আরো