33 C
Dhaka
Sunday, May 28, 2023

পাবনায় যুব ঐক্য পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত।

পাবনাঃ- শুক্রবার (১১ ডিসেম্বর) পাবনা শহরের শালগাড়িয়া শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির প্রাঙ্গনে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সহযোগী সংগঠন “যুব ঐক্য পরিষদ” পাবনা জেলা শাখার ত্রি-বার্ষিক সন্মেলন ও কমিটি গঠন করা হয়।

যুব ঐক্য পরিষদ পাবনা জেলা শাখার সাবেক আহবায়ক খোকন বিশ্বাসের সঞ্চালনায় সাবেক সভাপতি সৌমিত্র সাহা অপুর সভাপতিত্বে সন্মেলন উদ্বোধন করেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ পাবনা জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা শ্রী চন্দন কুমার চক্রবর্ত্তী।

সভায় আরো উপস্থিত ছিলেন, হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ পাবনা জেলা শাখার সহ-সভাপতি প্রবীর সাহা ,সাধারণ সম্পাদক বিনয় জ্যোতি কুন্ডু, যুগ্ন সাধারণ সম্পাদক প্রলয় চাকী, সৌমেন সাহা ভানু, প্রচার সম্পাদক আশিষ বসাক, পাবনা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সৈকত আফরোজ আসাদ, হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ সদর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক গোপাল চক্রবর্ত্তী, যুব ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বলরাম বাহাদুর, হিরোক গুণ, যুগ্ন সাধারণ সম্পাদক হিল্লোল সরকার, সন্মেলনের দ্বিতীয় পর্বে অশোক কুমার দাসকে সভাপতি, সহ-সভাপতি কলিট তালুকদার, উজ্জল কুমার দাস, সাধারণ সম্পাদক তাপস কুমার সাহা, যুগ্ন সাধারণ সম্পাদক জীবন প্রামাণিক,সাংগঠনিক সম্পাদক সজিব কুমার সরকার এবং সম্পাদক সঞ্জয় রায়কে সহ-সাংগঠনিক নির্বাচিত করে ১০৩ সদস্য বিশিষ্ঠ কমিটি গঠন করা হয়।

এ সম্পর্কিত আরও পড়ুন

Leave a Reply

লেখক থেকে আরো