29 C
Dhaka
Sunday, November 27, 2022

পাবনায় লাশ নিয়ে মিছিল

সোমবার (১৫ ফেব্রুয়ারি) পাবনায় আমিরুল ইসলাম (২৮) নামে এক আওয়ামী লীগ কর্মীকে গুলি করে হত্যারকারিদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবিতে লাশ নিয়ে শহরে বিক্ষোভ মিছিল পথসভা করেছে নিহত পরিবার ও স্থানীয় আওয়ামীলীগের নেতাকর্মীরা।

দুপুরের সময় নিহতের লাশ পাবনা জেনারেল হাসপাতাল থেকে নিয়ে এক বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে এক পথ সভায় মিলিত হয়।

এ সময় নিহতের পরিবারের পক্ষ থেকে বলেন, ভাঁড়ারা ইউনিয়নের চেয়ারম্যান ও তার লোকজন দিয়ে আমিরুলকে পরিকল্পিতভাবে হত্যা করা করেছে। খুনিদের ফাঁসির দাবি জানান।

এসময় আরো বক্তব্য দেন, পাবনা জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক এডভোকেট আহাদ আলী বাবু, পৌর আওয়ামীলীগের সভাপতি এডভোকেট তসলিম হাসান সুমন, সদর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব শেখ রাসেল আলী মাসুদ, সরকারী শহীদ বুলবুল কলেজের সাবেক ভিপি আজিজ প্রমুখ।

উল্লেখ্য রবিবার (১৪ ফেব্রুয়ারি) রাত সোয়া ৮টার দিকে সদর উপজেলার ভাঁড়ারা ইউনিয়নের আতাইকান্দা ভূষি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আমিরুল সদর উপজেলার ভাঁড়ারা ইউনিয়নের মুন্তাই হোসেনের ছেলে।

এই ঘটনায় পাবনা অতিরিক্ত পুলিশ সুপার মাসুম আলম জানান, এখনো পর্যন্ত কোন মামল দায়ের হয়নি। তবে মামলা প্রক্রিয়াধীন আছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

Leave a Reply

লেখক থেকে আরো