সোমবার (০৫ জুলাই) পাবনার সাঁথিয়ায় কাভার্ডভ্যান চাপায় সাব্বির হোসেন (৯) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। দুপুরে মাধপুর-সাঁথিয়া-বেড়া আঞ্চলিক মহাসড়কে বোয়ালমারী নামক স্থানে এই দূর্ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থী জগন্নাথপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে সাব্বির হোসেন।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম বলেন, দুপুর ২টার দিকে কাভার্ডভ্যানটি পাবনা থেকে সিরাজগঞ্জের দিকে যাচ্ছিল। পথে ওই স্কুলছাত্র কাভার্ডভ্যান চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায়।
তিনি বলেন, পুলিশ কাভার্ডভ্যানটি জব্দ করলেও চালক পালিয়ে গেছেন। কোনো অভিযোগ দায়ের না করায় মরদেহ স্বজনদের বুঝিয়ে দেয়া হয়েছে।