28 C
Dhaka
Sunday, March 26, 2023

পাবনার ঈশ্বরদীতে যুবক অপহরণ, নাকি আত্মগোপন!

বৃহস্পতিবার (২৮ আগষ্ট) পাবনার ঈশ্বরদী থেকে এম বি মামুন (৩৫) নামে এক যুবকের নিঁখোজের ঘটনা নিয়ে ধুম্রজালের সৃষ্টি হয়েছে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত আজ (সন্ধ্যা সোয়া ৬টা) মামুন নিঁখোজের ৩১ ঘন্টা অতিবাহিত হলেও তাকে না পেয়ে তার আত্মীয়-স্বজন ও পরিবারের সদস্যরা রয়েছেন চরম উদ্বেগ আর উৎকন্ঠায়। নিঁখোজ মামুন অপহরণ হয়েছেন নাকি নিজেই আত্নগোপন করেছেন বিষয়টি নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে এলাকার মানুষজনের মনে।

ঘটনার বিবরণে জানা যায়, বুধবার (২৭ অক্টোবর) সকাল ১১টায় পাবনার ঈশ্বরদীতে দাশুড়িয়া-লালন শাহ সেতু মহাসড়কের নতুন হাট গোলচত্বর সংলগ্ন ব্র‍্যাক অফিসের সামনে থেকে তিনি নিঁখোজ হন।

মামুন নিঁখোজের বিষয়ে গতকাল বুধবার রাতেই ঈশ্বরদী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নম্বর ১৬১৩) করেছেন মামুনের মেজ ভাই জহুরুল ইসলাম।

নিখোঁজ মামুন ঈশ্বরদী উপজেলার সলিমপুর ইউনিয়নের মানিকনগর পূর্বপাড়া গ্রামের আতিয়ার রহমানের ছেলে। মামুন পেশায় একজন চায়ের দোকানদার।

এ বিষয়ে নিঁখোজ মামুনের ভাই জহুরুল ইসলাম বলেন, মামুন তার নিজের মোটরসাইকেল নিয়ে বুধবার সকাল পৌনে ১১টার দিকে নিজ বাড়ি থেকে বের হয়। তার চরসাহাপুর নতুন হাট মোড়ে আসার কথা ছিল। বাড়ি থেকে বের হওয়ার আধা ঘণ্টা পর মামুন নিজের ফোন থেকে আমার বড় ভাবীকে মোবাইলে জানায় “আমাকে র‍্যাব ধরে নিয়ে যাচ্ছে, আমার মোটরসাইকেল ব্রাক অফিসের সামনে আছে, কাউকে দিয়ে গাড়িটি বাড়িতে নিয়ে যান।” জহুরুল আরো বলেন, এরপর থেকেই মামুনের মোবাইল ফোন বন্ধ রয়েছে।

পরে আমরা মামুনের মোটরসাইকেলটি ব্রাক অফিসের সামনে থেকে বাড়িতে নিয়ে আসি। এরপর পাবনা র‍্যাব অফিসে গিয়ে যোগাযোগ করি কিন্তু র‍্যাব থেকে আমাদের জানায় মামুনকে আটক করা হয়নি। সম্ভব্য আত্নীয়-স্বজন, বন্ধু বান্ধবসহ সকল জায়গায় মামুনের খোঁজ করেও তার কোন সন্ধান না পেয়ে রাতেই থানায় সাধারণ ডায়েরি করেছি।

তিনি আরো বলেন, মামুন সামান্য একজন চায়ের দোকানদার, নিজ বাড়ির পাশেই মাদ্রাসা মোড়ে তার দোকান। তার সাথে কারো কোন শত্রুতা বা বিরোধ নেই। কোন মেয়ের পরকিয়ার সম্পর্কও নেই, মামুন কোন রাজনৈতিক দলের সাথে জড়িত নয়। তিনি বলেন, ৫/৬ বছর পূর্বে লালপুর উপজেলার পালিদোহা গ্রামে মামুনের বিয়ে হয়। তার দেড় বছর বয়সী একটি পুত্র সন্তান রয়েছে, স্ত্রী রুনার সাথেও মামুনের কোন মনোমালিন্য নেই। কিন্তু কি কারণে মামুন হঠাৎ এভাবে নিঁখোজ হলো সেটি কিছুতেই আমাদের বোধগম্য হচ্ছে না, তার নিঁখোজে আমরা খুবই উদ্বিগ্ন।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ জানান, রাতে তার ভাইয়ের সাধারণ ডায়েরির পর র‍্যাবের সাথে যোগাযোগ করেছি। র‍্যাব থেকে নিশ্চিত করা হয়েছে মামুনকে তারা তুলে নিয়ে যায়নি। মামুনের ব্যবহৃত মোবাইল ০১৩০৩-২১১৭১৯ নাম্বার থেকে বুধবার সকাল ১১.১৪ মিনিটে তার ভাবীর নাম্বারে ফোন করার সত্যতা পাওয়া গেছে। এবং মোবাইল নাম্বারটির সর্বশেষ লোকেশন তার মোটরসাইকেল রেখে যাওয়া ব্রাক অফিসের সামনে দেখা গেছে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরো বলেন, মামুনকে আইন শৃঙ্খলা বাহিনীর অন্য কোন বাহিনী তুলে নিয়ে গেলে আমাদের অবহিত করা হত। তিনি বলেন, নিখোঁজ মামুনকে কোন অপহরণকারী দল তুলে নিয়ে গেলে তার নিজের মোবাইল থেকে ফোন করার সুযোগ দেওয়ার কথা নয়, দিলেও তারা মুক্তিপণ চাইতো। সেক্ষেত্রে কোন কারণে মামুন নিজে আত্নগোপন করেছেন কিনা বিষয়টি নিয়ে প্রশ্ন থেকে যায়। আমরা মামুনের সন্ধান জানার এবং তাকে উদ্ধারের সর্বপ্রকার চেষ্টা চালিয়ে যাচ্ছি।

এ সম্পর্কিত আরও পড়ুন

Leave a Reply

লেখক থেকে আরো