রবিবার (২২ আগস্ট) সন্ধ্যা ৭:৩০ টার সময় পাবনা ঈশ্বরদী প্রেসক্লাবে ঈশ্বরদী পৌরসভার সাবেক মেয়র সাংবাদিক সম্মেলন করেন।
আওয়ামীলীগের বিপ্লবী সভাপতি, ঈশ্বরদী পৌরসভার সাবেক জনপ্রিয় মেয়র ও পূর্বটেংরী বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি আলহাজ্ব আবুল কালাম আজাদ মিন্টু তাঁর বিরুদ্ধে ষড়য়ন্রমূলক ভাবে অপপ্রচার করে কালের কন্ঠের অন লাইন, দৈনিক সমকাল, দৈনিক দেশ রুপান্তর ও সাপ্তাহিক জনদৃষ্টি পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন করেন।
সাংবাদিক সম্মেলনে তিনি বলেন ২০ আগস্ট দৈনিক কালের কন্ঠের অনলাইনে “বিএনপি নেতাদের নিয়ে আওয়ামীলীগ নেতার বৃক্ষরোপণ”, ২২ আগস্ট দৈনিক সমকালের ১৫ পাতায় “বন্দি আসামিদের মুক্তি চেয়ে কর্মসূচিতে আওয়ামীলীগ নেতা”, ২২ আগস্ট দৈনিক দেশ রূপান্তরের শেষের পাতায় “শেখ হাসিনাকে হত্যাচেষ্টা দণ্ডিতদের স্মরণ অনুষ্ঠানে বিএনপি’র বৃক্ষরোপণ কর্মসূচী উদ্বোধন করেন আওয়ামীলীগ নেতা”, ২২ আগস্ট সাপ্তাহিক জনদৃষ্টি পত্রিকায় “শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলায় কারাবন্দি আসামিদের স্মরণে বিএনপি নেতাদের বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিলেন আওয়ামীলীগ নেতা সাবেক মেয়র মিন্টু” শিরোনামে সংবাদ গুলো সিন্ডিকেট করে প্রকাশ করা হয়েছে উদ্দেশ্যপ্রণোদিত। এসকল মিথ্যা ও বানোয়াট সংবাদের তীব্র নিন্দা জানাচ্ছি।
যেখানে তিলে তিলে গড়ে তোলা আমার দীর্ঘদিনের রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংসের অপচেষ্টা করা হয়েছে বলে আমি মনে করি। আমার বিরুদ্ধে এসব ষড়যন্ত্র লেখালেখি নতুন নয় ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে আমার বিরুদ্ধে অনেক কিছু লেখা হয়েছিল। ২০০৪ ও ২০১১ সালে পৌর নির্বাচনে একটি স্বার্থন্বেষী মহল একাধিক প্রার্থী দাঁড় করিয়ে কিছু কিছু পত্রিকাকে ম্যানেজ করে আমার বিরুদ্ধে অপপ্রচার চালায় যা এখনো অব্যাহত রয়েছে। বর্তমানে যে ঘটনাকে কেন্দ্র করে আমার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে তার প্রকৃত ঘটনা হলো, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা বিশ্বমানবতার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা “বাংলাদেশ সবুজায়ন” করার লক্ষ্যে মুজিব শতবর্ষ সারাদেশে গাছ লাগানোর আহ্বান জানিয়েছেন তারই অংশ হিসেবে ঈশ্বরদী পৌর বালিকা উচ্চ বিদ্যালয় গত ১৯ আগস্ট স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ জোমসেদ আলী স্কুলে গাছ লাগানোর জন্য আমাকে ফোন দেন। পরবর্তীতে সরোয়ারুজ্জামান মনা বিশ্বাসও আমাকে গাছ লাগানোর সময় উপস্থিত থাকার জন্য অনুরোধ করেন। আমি এই স্কুলের সভাপতি হিসাবে স্কুল প্রাঙ্গণে গাছের চারা রোপন কর্মসূচী আমন্ত্রণ পেয়ে উপস্থিত হই। একই স্কুলের প্রতিষ্ঠাতা সদস্য মনা বিশ্বাস, স্কুলের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকবৃন্দ ও স্কুলের নিকটতম প্রতিবেশী রফিকুল ইসলাম নয়ন এ সময় উপস্থিত ছিলেন।
গাছ লাগানোর মত ভাল কাজের বিষয়টিকে কেন্দ্র করে আমাকে রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতেই স্বার্থন্বেষী গোষ্ঠী বিভিন্ন অপপ্রচার চালিয়ে যাচ্ছে। এ নিয়ে রাজনীতি করার কোনো সুযোগ নেই।
শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলার ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিদের স্মরণে গাছ লাগানো হয়েছে বলে উপস্থাপন করা হয় তা শুধু মিথ্যা ও বানোয়াটই নয় অপসাংবাদিকতার একটি ঘৃণ্যতম অধ্যায়ও। আমি শেখ হাসিনার ট্রেন বহরে হামলার মামলার একজন অন্যতম স্বাক্ষী। আমাদের প্রত্যক্ষ স্বাক্ষী ও প্রচেষ্টার কারণে সেসব হামলাকারীরা আজ সাজা ভোগ করছে।
জামায়াত বিএনপি আমলে নির্যাতনের শিকার ও একাধিক মামলার আসামী মেয়র মিন্টুর সাথে এসময় আব্দুস সালাম খান, শফি বিশ্বাস, ভিপি দারা, ইদ্রিস মন্ডল, গিয়াস, গোলবার, আবু শামা, ববিন, কাউন্সিলর জাহাঙ্গির হোসেনসহ পৌর আওয়ামীলীগের সকল পর্যায়ের নেতৃবৃন্দ ও ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল মজিদ বাবলু মালিথা, মিনহাজ ফকির ও বকুল সাথে ছিলেন। এ ছাড়া বিপুল সংখ্যক সাধারন নেতাকর্মী সমবেত হন।
এসময় সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক স্বপন কুমার কুন্ডু, সাধারণ সম্পাদক প্রভাষক আবদুল বাতেন, সহ সাধারণ সম্পাদক শেখ মহসিন, সিনিয়র সাংবাদিক এস এম রাজা, এম এ কাদের, আতাউর রহমান, রিঙ্কু, আর.কে.বাবু প্রমুখ।