পাবনাঃ- সোমবার (৩০ নভেম্বর) পাবনার বেড়া উপজেলার চাকলা ইউনিয়নের কুশিয়ারা বাজারের পাশে সরকারি খাস জায়গা দখলমুক্ত করলেন উপজেলা নির্বাহী অফিসার।
বেড়া উপজেলা নির্বাহী অফিসার আসিফ আনাম সিদ্দিকী ও উপজেলা সহকারি (ভুমি) মাহাবুব হাসান খাস জায়গায় নির্মাণ করা পাকা একটি দোকান ঘর অপসারণ করেন।
জানা যায়, মুজিববর্ষ উপলক্ষ্যে সারাদেশের ন্যায় বেড়া উপজেলার সকল ইউনিয়নের সরকারি খাস জায়গা দখলমুক্ত করে ভুমিহীন গৃহহীণদের ঘর বরাদ্দ করা হবে।
তারই অংশ হিসেবে কুশিয়ারা গ্রামের রহমান আলীর পাকা দোকান ঘরের একাংশ অপসারণ করে অবশিষ্ট জায়গা থেকে তাদের নিজে সরিয়ে নেওয়ার জন্য দুই দিন সময় বেঁধে দেন উপজেলা নির্বাহি অফিসার।
বেঁধে দেওয়া সময়ের মধ্যে দোকান সরিয়ে না নিলে অন্যথায় নিলামের মাধ্যমে বিক্রি করে দেওয়ার কথাও জানানো হয়।
সরকারি খাস জায়গা দখল করে বসবাস করা মুক্তার আলীর পরিবারকে তাদের নিজে থেকেই সরিয়ে নেওয়ার জন্য সময় দেওয়া হয়েছে। সে সময় চাকলা ইউনিয়ন ভুমি অফিসের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
ইউএনও আসিফ আনাম সিদ্দিকী জানান, কুশিয়ারা গ্রামের দখলমুক্ত স্থানে সরকারি বরাদ্দের চারটি ঘর স্থাপন করা হবে।
ওই স্থানে বসবাস করা ব্যক্তিদের যদি নিজেদের কোন থাকার জায়গা না থাকে তাহলে তাদেরকেও সরকারি বরাদ্দের ঘর দেয়া হবে বলে তিনি জানান।