29 C
Dhaka
Friday, March 31, 2023

পাবনার শিশু গৃহকর্মীর উপর নির্যাতনের অত্যাচারের মামলায় গৃহকর্তা মিঠু আটক

নয় বছরের শিশু গৃহকর্মী জান্নাতুলকে খুন্তি দিয়ে ছ্যাঁকা দেয়ার ঘটনায় মামলার পর অভিযুক্ত গৃহকর্তা মিঠুকে (৩৫) আটক করেছে পুলিশ। এছাড়াও গৃহকর্মীকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রবিবার (৩১ অক্টোবর) অভিযুক্ত আসামি মিঠুকে জেল হাজতে প্রেরণ করা হয়। বিষয়টি নিশ্চিত করেন খিলক্ষেত থানার ডিউটি অফিসার এসআই আবু হানিফ।এর আগে শনিবার (৩০ অক্টোবর) অভিযান চালিয়ে খিলক্ষেতের বাসা থেকে মিঠুকে (৩৫) আটক করে থানা পুলিশ।

জানা যায়, পাবনার সাঁথিয়া উপজেলার বিষ্ণুপুর গ্রামের (ক্যানাল পাড়ার) জান বক্সের প্রথম পক্ষের দ্বিতীয় সন্তান শিশু জান্নাতুলকে অভাবের কারণে মা নুরজাহান ঢাকার খিলক্ষেত এলাকায় একটি বাসায় কাজের জন্য পাঠান। উপজেলার রায়েকমারী গ্রামের মৃত্য আ. রহমান বিএসসি’র স্ত্রী সাঁথিয়ার ক্ষেতুপাড়া আব্দুস সাত্তার উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মায়া খাতুন মেয়েটির দায়িত্ব নিয়ে তার ছেলে মিঠুর বাসার গৃহকর্মীর জন্য পাঠায়। সেখানে গৃহকর্তা মিঠুর স্ত্রীর নির্যাতনে অতিষ্ঠিত হয়ে উঠে ছোট জান্নাতুল (৯)।

গৃহকর্তার স্ত্রী শাপলা খাতুন প্রায় জান্নাতুলকে মারপিট ও গরম খুন্তির ছ্যাঁকা দিত বলে জানা গেছে। গত ২৯ অক্টোবর ৯ মাস পর তাকে বাসে ঢাকা থেকে পাবনায় পাঠায়। মিঠুর মা মায়া খাতুন জান্নাতুলকে বাড়িতে পৌঁছে দেন। এসময় গৃহকর্মীর মা নুরজাহান মেয়ের শরীরে পুড়ার দাগ ও ক্ষত দেখে কান্নায় ভেঙে পরে।

শনিবার (৩০ অক্টোবর) নুরজাহান খাতুন ঢাকার খিলক্ষেত থানায় গৃহকর্তা মিঠু ও তার স্ত্রী শাপলাকে (২৮) আসামি করে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করলে ওই দিনই অভিযান চালিয়ে খিলক্ষেতের বাসা থেকে মিঠুকে (৩৫) আটক করা হয়।

এদিকে গৃহকর্তার স্ত্রীর নির্মম অত্যাচারে শরীরের পুড়ে যাওয়া বিভিন্ন অংশের ডাক্তারী পরীক্ষার জন্য জান্নাতুলকে শনিবার (৩০ অক্টোবরর) রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এ ব্যাপারে জান্নাতুল জানায়, কোন কাজ করতে বা নির্দেশ পালন করতে বিলম্ভ হলেই মিঠুর স্ত্রী শাপলা শুরু করতো অসহনীয় অত্যাচার। যাতে শব্দ বাইরে না আসে তার জন্য মুখের মধ্যে গামছা পুরে দিত। আমি বাড়ি আসতে চাইলে তারা আসতে দিত না। আমার মায়ের সাথে ফোনে যোগাযোগ করতে দিত না। বাড়িতে এসে নির্যাতনের কথা কাউকে যেন না বলি সেজন্য আমাকে মেরে ফেলার হুমকী দিয়েছিল। এমন কি শাপলা বলে দিয়েছিল বাড়িতে এসে আমি যেন বলি সড়ক দুঘর্টনায় আহত হয়েছিলাম।

 

এ সম্পর্কিত আরও পড়ুন

Leave a Reply

লেখক থেকে আরো