পাবনার সুজানগরে অত্মহত্যার প্রবণতা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। গত বছর উপজেলার বিভিন্ন গ্রামে ২৬ জন নারী পুরুষ আত্মহত্যা করেছে।
সুজানগর থানা পুলিশ এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, গত বছর জানুয়ারী মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত উপজেলার মানিকহাট, গাবগাছি, বিলক্ষেতুপাড়া, চরভবানীপুর, হাটখীলী, নিয়োগীরবনগ্রাম, কুড়িপাড়া, ভবানীপুর কাচারীপাড়া এবং কেষ্টপুরসহ বিভিন্ন গ্রামে ২৬ জন নারী-পুরুষ গলায় ফাঁস ও বিষপানে আত্মহত্যা করে। এ ছাড়া এ সময় কমপক্ষে ১০জন নারী-পুরুষ আত্মহত্যার চেষ্টা করে ব্যর্থ হয়েছে।
এসব আত্মহনন কারীদের মধ্যে বেশিরভাগই মহিলা এবং স্কুল-কলেজের শিক্ষার্থী। এদের মধ্যে কেউ দাম্পত্য জীবনে অশান্তি, যৌতুক নিয়ে স্বামীর সাথে বিরোধ, পরকীয়া এবং প্রেমে ব্যর্থ হওয়ার কারণে আত্মহত্যা করেছে বলে পারিবারিক সূত্রে জানা যায়।
সুজানগর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, ওই সব আত্মহত্যার ঘটনায় থানায় পৃথক পৃথকভাবে ইউ.ডি মামলা হয়েছে। ময়না তদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।