29 C
Dhaka
Tuesday, June 6, 2023

পাবনা জেলায় ইউপি নির্বাচনে আ’লীগের মনোনয়ন পেলেন যারা

ঈশ্বরদী প্রতিনিধিঃ তৃতীয় ধাপের আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিকে নির্বাচন করতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে চুরান্ত প্রার্থীদের মনোনয়ন তালিকা প্রকাশ করেছে আজ।

পাবনা জেলায় তিনটি উপজেলায় আগামী ২৮ নভেম্বর ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

পাবনায় আ’লীগ মনোনীত প্রার্থীরা হলেন,

ঈশ্বরদী উপজেলার ৭ টি ইউপি চেয়ারম্যান পদে আওয়ামীলীগ মনোনীত নৌকার চুরান্ত প্রার্থী। 

১। সাঁড়া- ইমদাদুল হক রানা সরদার।

২। পাকশী- সাইফুজ্জামান পিন্টু।

৩। সাহাপুর- আকাল সরদার।

৪। সলিমপুর- আব্দুল মজিদ বাবলু মালিথা।

৫। দাশুরিয়া- বকুল সরদার।

৬। মুলাডুলি- আব্দুল খালেক মালিথা।

৭। লক্ষিকুন্ডা- আনিস উর রহমান শরীফ।

সাথিয়া উপজেলার ৯ টি ইউপি চেয়ারম্যান পদে আওয়ামীলীগ মনোনীত নৌকার চুরান্ত প্রার্থী।

 ১। নাগডেমরা- মোঃ হারুন অর রশিদ।

২। কাশিনাথপুর- মীর মনজুর এলাহী।

৩। ক্ষেতুপাড়া- মোঃ মনসুর আলম।

৪। নন্দনপুর- মোঃ রবিউল ইসলাম।

৫। ভুলবাড়ীয়া- মোঃ আবু ইউনুস।

৬। গৌরীগ্রাম- মোঃ আব্দুল ওয়াহাব।

৭। ধোপাধহ- মোঃ সাইদুজ্জামান।

৮। আর আতাইকুলা- মোঃ মিরাজুল ইসলাম।

৯। ধুলাউরী- জরিফ আহম্মদ।

চাটমোহর উপজেলা ১১ টি ইউপি চেয়ারম্যান পদে আওয়ামীলীগ মনোনীত নৌকার চুরান্ত প্রার্থী। 

১। হান্ডিয়াল- মোঃ রবিউল ইসলাম।

২। ছাইকোলা- মোঃ নুরুজ্জামান।

৩। নিমাইচড়া- নুরজাহান বেগম।

৪। গুনাইগাছা- মোঃ নুরুল ইসলাম।

৫। হরিপুর- মোঃ মকবুল হোসেন বাচ্চু।

৬। ডিবিগ্রাম- মোঃ নবীর উদ্দিন।

৭। মূলগ্রাম- মোঃ রাশেদুল ইসলাম।

৮। পার্শ্বডাঙ্গা- মোঃ আজাহার আলী।

৯। ফৈলজনা- মোঃ হানিফ উদ্দিন।

১০। মথুরাপুর- মোঃ শাহ আলম।

১১। বিলচলন- মোঃ আবুল কালাম আজাদ।

>>>ইউপি নির্বাচন ২০২১ এর সর্বশেষ খবর জানতে ক্লিক করুন<<<

এ সম্পর্কিত আরও পড়ুন

Leave a Reply

লেখক থেকে আরো