37 C
Dhaka
Wednesday, June 7, 2023

পাবনা জেলায় দৈনিক সত্যের সকালের প্রতিনিধিদের আইডি কার্ড বিতরণ

ডেস্ক নিউজ:- রাজশাহী থেকে নিয়মিত প্রকাশিত অত্যন্ত জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সত্যের সকাল পত্রিকার পাবনা জেলা এবং ঈশ্বরদী উপজেলা প্রতিনিধির মাঝে “ঈশ্বরদীর সাপ্তাহিক পত্রিকা স্ব-কাল বাংলা এর সম্পাদক ও প্রকাশক মিশুক প্রধান এর ব্যাক্তিগত অফিসে” ২৬ ফেব্রুয়ারি (শুক্রবার) কার্ড বিতরণ করা হয়।

উক্ত অনুষ্ঠানে স্ব-কাল বাংলার সম্পাদক ও ঈশ্বরদী প্রেসক্লাবের কোষাধাক্ষ মিশুক প্রধান এবং দৈনিক সত্যের সকাল এর নির্বাহী সম্পাদক মোঃ আনাস মোল্লা, ঈশ্বরদী উপজেলা সংবাদদাতা মোঃ উজ্জল হোসেনের কাছে দৈনিক সত্যের সকালের আইডি কার্ড এবং নিয়োগ পত্র তুলে দেন। পরবর্তীতে দৈনিক সত্যের সকাল এর পাবনা জেলা প্রতিনিধি আর. কে. বাবু এর (ব্যাক্তিগত কাজে) অনুপস্থিতির কারণে ঈশ্বরদী উপজেলা সংবাদদাতা মোঃ উজ্জল হোসেনের কাছে আর. কে বাবুর আইডি কার্ড এবং নিয়োগ পত্র তুলে দেওয়া হয় এবং পাবনা জেলা প্রতিনিধির কাছে আইডি কার্ড পৌছে দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়।

পাবনা জেলায় দৈনিক সত্যের সকালের প্রতিনিধিদের আইডি কার্ড বিতরণ

উক্ত অনুষ্ঠানে দৈনিক সত্যের সকাল এর নির্বাহী সম্পাদক মোঃ আনাস মোল্লা দৈনিক সত্যের সকালের প্রতিনিধিদের উদ্দেশ্যে বলেন, আমাদের সম্পাদকীয় নীতি এবং আমাদের স্লোগানকে সামনে রেখে এগিয়ে যেতে হবে এবং সবসময় দেশও জাতির কল্যাণে আপনাদের বলিষ্ঠ কন্ঠস্বর কলমের মাধ্যমে ফুটিয়ে তুলতে হবে বিশ্ববাসীর কাছে।

তিনি আরো বলেন, আপনারা যারা সংবাদদাতা আছেন তারা হলেন প্রথম সারির সৈনিক তাই আমি আপনাদের বলতে চাই সাংবাদিকতা হলো সমাজের দর্পন, এই পেশাকে অবৈধ কাজে না লাগিয়ে সমাজের বিভিন্ন অসংগতি তুলে ধরবেন। সততা ও নিষ্ঠার সাথে সংবাদিকতাকে পেশা না মনে করে নেশা হিসাবে নিয়ে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী হয়ে সর্বদা সত্য ও নিরপেক্ষ সংবাদ আপনাদের কলমের মধ্যে তুলে ধরুণ। তবেই এগিয়ে যাবে আমাদের সত্যের সকাল, এগিয়ে যাবেন আপনারা।

উল্লেখ্য:- উক্ত কার্ড বিতরণীতে আরো উপস্থিত ছিলেন দৈনিক সত্যের সকালের বিজ্ঞাপন বিভাগের প্রধান মোঃ মাজেদুল ইসলাম মাজেদ।

এ সম্পর্কিত আরও পড়ুন

Leave a Reply

লেখক থেকে আরো