পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) নতুন ভিসি হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্বদ্যিালয়ের ভূগোল বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. হাফিজা খাতুন।
মঙ্গলবার রাতে পাবিপ্রবি আইন ২০০১ এর ১০(১) ধারা মতে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয় সমূহের আচার্যের আদেশে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার উপ-সচিব মো. মাসুম আহমেদ স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
তে বলা হয়, চার বছরের জন্য এ নিয়োগ প্রদান করা হয়েছে।
এর আগে উপাচার্যের রুটিন দায়িত্বে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. খায়রুল আলম যোগদান করেন। সোমবার (১১ এপ্রিল) প্রজ্ঞাপন জারি হওয়ার পর তিনি যোগদান করেন। মঙ্গলবার (১২ এপ্রিল) সকালে তিনি শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের নিয়ে বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে ভাইস চ্যান্সেলরের রুটিন দায়িত্ব দেওয়া হয়।
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এম রোস্তম আলী ২০১৮ সালের মার্চ মাসে নিয়োগ পান। গত ৬ মার্চ তার মেয়াদ শেষ হয়। এরপর থেকে এ বিশ্ববিদ্যালয়ে ভিসির পদটি শূন্য ছিল।