সার্টিফিকেট আমাদের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ একটি বিষয়। আর আমাদের বাংলাদেশর কম বেশি সকলেরই কোন না কো সাটিফিকেট ভুল থাকে যা সংশোধন করার প্রয়োজন পড়ে।
বর্তমানে বাংলাদেশের সবচেয়ে ছোট বা অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ সাটিফিকেট হলো পিএসসি (PSC) সার্টিফিকেট যেটাকে বলা হয় প্রাথমিক সমাপনী পরীক্ষার সনদ বা Primary School Certificate. এই অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ সাটিফিকেটিও অনেক সময় অনেক গুরুত্বপূর্ণ হয়ে যায় আর এটির ভুল থাকলেও তা আমাদের সংশোধন করতে হয়। আর কম বেশি সব মানুষই প্রথম অবস্থায় সার্টিফিকেট সংশোধন করার নিয়ম সম্পর্কে জানেন না তাই দালালের খপ্পরে পড়তে হয় তাই সার্টিফিকেট সংশোধন সম্পর্কে বিস্তারিত জানা থাকলে আর এই সমস্যা হবে না। আসুন জেনে নি ” পিএসসি (PSC) সার্টিফিকেট সংশোধন করার নিয়ম।
পিএসসি (PSC) সার্টিফিকেট সংশোধন করার নিয়ম:
পিএসসি (PSC) সার্টিফিকেট সংশোধন এর জন্য আপানাকে প্রথমেই যেটি করতে হবে সেটি হলোঃ
- আপনি যে বিদ্যালয় থেকে পিএসসি (PSC) পাস করেছেন সেই বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরাবর একটি আবেদন করতে হবে এবং আবেদন আপনার সাটিফিকেটর ভুল তথ্য এবং সঠিক তথ্য গুলো তুলে ধরতে হবে।
- আর একটি আবেদন তৈরি করতে হবে একই ভাবে যেটি হবে উপজেলা শিক্ষা কর্মকর্তা বা থানা শিক্ষা কর্মকতা বরাবর।
- এইবার দুইটি আবেদন পত্র এবং আপনার পিএসসি (PSC) সার্টিফিকেট এ আপনার মা, বাবার নাম ভুল থাকলে তাদের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সংযুক্ত করতে হবে আর আপনার জম্ম তারিখ ভুল থাকলে আপনার অনলাইন জম্ম সনদের ফটোকপি সংযুক্ত করে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে গিয়ে তাকে আবেদন দুইটি দিন এবং যেটি উপজেলা শিক্ষা কর্মকর্তা বা থানা শিক্ষা কর্মকতা বরাবর করা আবেদন সেটিতে তার সুপারিশ করে নিন।
- এইবার প্রধান শিক্ষকের সুপারিশ করা উপজেলা শিক্ষা কর্মকর্তা বা থানা শিক্ষা কর্মকতা বরাবর করা আবেদন টি এবং আপনার পিএসসি (PSC) সার্টিফিকেট এ আপনার মা, বাবার নাম ভুল থাকলে তাদের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সংযুক্ত করে আর আপনার জম্ম তারিখ ভুল থাকলে আপনার অনলাইন জম্ম সনদের ফটোকপি সংযুক্ত করে আপনার পিএসসির মূল সাটিফিকেট সহ উপজেলা শিক্ষা কর্মকর্তা বা থানা শিক্ষা কর্মকতার কাছে যান এবং তাকে আবেদনটি দিন তিনি সবকিছু চেক করে দিনের দিন এটি সংশোধন করে দিবেন।

পিএসসি (PSC) সার্টিফিকেট সংশোধন ফরম বা পিএসসি (PSC) সার্টিফিকেট সংশোধন আবেদন এর নমুনাঃ
আপনাদের সুবিধা এর জন্য আমি পিএসসি (PSC) সার্টিফিকেট সংশোধন ফরম বা পিএসসি (PSC) সার্টিফিকেট সংশোধন আবেদন এর নমুনা দিয়ে দিলাম। নিচের আবেদনের মতো করে প্রধান শিক্ষক বরাবর আবেদন করতে হবে।

বিঃ দ্রঃ পিএসসি সাটিফিকেটে যে তথ্য ভুল থাকবে সেটি উপজেলা শিক্ষা কর্মকর্তা বা থানা শিক্ষা কর্মকতা কলম দিয়ে কেটে বা ফ্লুয়েট দিয়ে মিশিয়ে সঠিকটি লিখে সিগনেচার করে দিবে। নতুন কোন সাটিফিকেট দিবে না। আর যেনে রাখা ভালো নতুন সাটিফিকেটর প্রয়োজনও পড়বে না আপনার।
পিএসসি সার্টিফিকেট সংশোধন করার নিয়ম সংক্রান্ত প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রজ্ঞাপনঃ
অনেক সময় কিছু পজেলা শিক্ষা কর্মকর্তা বা থানা শিক্ষা কর্মকতা পিএসসি (PSC) সার্টিফিকেট সংশোধন করে দিতে চায় না তাদের এটি দেখাবেন। এটি হল পিএসসি সার্টিফিকেট সংশোধন করার নিয়ম সংক্রান্ত প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রজ্ঞাপন।

অফিসারা নাম সংশোধনের পর ওয়েবসাইটে সংশোধন না করে টালবাহানা করে।
কদল পুর হামিদিয়া ফাযিল ডিগ্রি মাদ্রাসা