পুত্র বধূর হাতে শাশুড়ী খুন
মোস্তফা কামাল যশোর ঃ- যশোরে পুত্রবধূর হাতে শ্বাশুড়ি বেনোয়ারা বেনু (৪৮) খুন হয়েছেন।
সোমাবর রাত ১০ টার দিকে যশোর সদর উপজেলার ছোট ভেকুটিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার তৌহিদুল ইসলাম জানান, যশোর সদর উপজেলার বালিয়া ভেকুটিয়া গ্রামে সোমবার গভীর রাতে এ ঘটনা ঘটে।
বেনু বেগমের ভাই আতিকুর রহমান আতিক বলেন, পারিবারিক কবরস্থানে টিস্যু পেপার ফেলা নিয়ে রোববার বিকালে তার বোনের সঙ্গে তার ভাইপো সেলিমের স্ত্রী আবেদা খাতুনের কথা কাটাকাটি হয়।
আবেদা এক পর্যায়ে বেনুর মাথার চুল ধরে মারধর ও ইট দিয়ে বুকের উপর আঘাত করে। পরে বেনুকে আহত অবস্থায় উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
নিহত বেনু ওই গ্রামের বারাসাতের স্ত্রী। পুত্রবধূ আবেদা (৩০) একই গ্রামের সেলিমের স্ত্রী এবং বেনুর মেঝ ভাইয়ের পুত্রবধূ।
নিহত বেনুর ছেলে শিমুল জানান, রোববার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আবেদার প্রতিবেশি শ্বাশুড়ি সালমা বেগমের সাথে কথা কাটাকাটি হয়। সোমবার সারাদিন ওই ঘটনাকে পুজি করে আবেদা ঝগড়া করতে থাকে। রাত ৯ টার দিকে নিহত বেনুর ছেলে, শিমুলের সাথে কথাকাটাকাটি করতে থাকে। এ সময তার মা ঠেকাতে যায়। পুত্রবধূ আবেদা বেনুর চুল ধরে ইটের সাথে আঘাত করে। এ সময় বেনু বেগম অসুস্থ হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। যশোর জেনারেল হাসপতালের ডাক্তার দেলোয়ার হোসেন রাত ১০ টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
যশোরের অতিরিক পুলিশসুপার (বিশেষ) তৌহিদুল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।