26 C
Dhaka
Friday, June 9, 2023

পুলিশি অভিযানে ৪০০ বোতল ফেন্সিডিলসহ আটক এক

বাঘা (রাজশাহী) প্রতিনিধিঃ

রাজশাহীর বাঘায় ৪০০ বোতল ফেন্সিডিলসহ নবাব আলী (৪৫) নামের এক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ।

শুক্রবার (২৮ অক্টোবর) দুপুরে উপজেলার আলাইপুর মন্ডলপাড়া এলাকার নিজ বাড়ি থেকে আটক করা হয়।

আটককৃত নবাব আলী উপজেলার আলাইপুর গ্রামের খলিল মন্ডলের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (২৮ অক্টোবর) দুপুরে গোপন আলাইপুর এলাকার নবাব আলীর বাড়িতে অভিযান পরিচালনা করা হয়।

এ সময় তার বাড়িতে তল্লাশি করে শয়ন কক্ষের খাটের নিচে থেকে দুটি বস্তায় রাখা ৪০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

এ সময় তাকে নগদ ১৫ হাজার ৯০০ টাকা ও একটি মোবাইল ফোনসহ আটক করা হয়।

বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, আটককৃত নবার আলীর নামে মাদক দ্রব্য আইনে একটি মামলা দেওয়া হয়েছে।শনিবার (২৯ অক্টোবর) সকালে বিজ্জ আদালতে প্রেরণ করা হবে।

এ সম্পর্কিত আরও পড়ুন

Leave a Reply

লেখক থেকে আরো