32 C
Dhaka
Tuesday, June 6, 2023

পেলের রেকর্ড স্পর্শ করলেন লিওনেল মেসি; খুব তাড়াতাড়ি এই রেকর্ড হবে মেসির !

অনলাইন ডেস্ক:- ফুটবল কিংবদন্তি পেলের এক ক্লাবের হয়ে সর্বোচ্চ গলের রেকর্ড স্পর্শ করলেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর লিওনেল মেসি।

বার্সার হয়ে ভালেন্সিয়ার বিপক্ষে গোল করে ফুটবল কিংবদন্তি পেলের পাশেই বসলেন লিওনেল মেসি।এখন এক ক্লাবের হয়ে সবচেয়ে বেশি গোলের রেকর্ড যৌথভাবে পেলে ও ক্যারিয়ারে অসংখ্য রেকর্ড গড়া ফুটবল জাদুকর লিওলেন মেসির।

স্বদেশের ক্লাব সান্তোসের হয়ে ১৯ মৌসুমে ৬৪৩ গোল করেছিলেন ব্রাজিলের হয়ে তিনটি বিশ্বকাপ জেতা (কালা মানিক) পেলে তবে লিওনেল মেসি পেলের থেকে ২ মৌসুম কমে অর্থাৎ ১৭ মৌসুমে বার্সেলোনার হয়ে পলের রেকর্ড স্পর্শ করলেন।

শনিবার কাম্প ন্যুতে ভালেন্সিয়ার বিপক্ষে প্রথমার্ধে পেনাল্টি পেয়েও হাতছাড়া হয়েছিলো। গোলকিপার ঝাঁপিয়ে ফিরিয়ে দিয়েছিলেন লিওনেল মেসির শট। কিন্তু ফিরতি বলে জর্দি আলবার ক্রস থেকে আবার সুযোগ আসে আর সেই সুযোগ চাকে কাগে লাগিয়ো রেকর্ড ছয়বারের বর্ষসেরা ফুটবলার মেসি হেডে ঠিকই জাল খুঁজে নেন।

আর লিওনেল মেসি এই গোলের মাধ্যমে বার্সেলোনার হয়ে ৬৪৩ টি গোল করেন এবং কালা মানিক পেলের রেকর্ড স্পর্শ করলেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

Leave a Reply

লেখক থেকে আরো