র্বোচ্চ ফলের ওপর ভিত্তি করে বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ অনুষদের পাঁচজন শিক্ষার্থী প্রধানমন্ত্রী স্বর্ণপদক পেতে যাচ্ছেন। মনোনয়ন বোর্ড পাঁচজন শিক্ষার্থীকে প্রধানমন্ত্রী স্বর্ণপদক-২০১৯ এর জন্য নির্বাচিত করেছেন।
গতকাল সোমবার (২০ ডিসেম্বর) জারি করা বিশ্ববিদ্যালয়টির রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) ড. মো. মুহসিন উদ্দীন সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বর্ণপদকের জন্যনমনোনীত শিক্ষার্থীরা হলেন, সমাজবিজ্ঞান অনুষদের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের রনি গোপাল দাস, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চন্দ্রিকা সাহা, জীববিজ্ঞান অনুষদের উদ্ভিদবিজ্ঞান বিভাগের মো. আল ইমরান, আইন অনুষদের আইন বিভাগের তাহমিনা আখতার মুন ও কলা-মানবিক অনুষদের ইংরেজি বিভাগের শ্যামলিমা শহীদ খান।