হিলি স্থল বন্দর প্রতিনিধি: প্রাথমিক বিদ্যালয়ের বই বিতরণ উৎসবের উদ্বোধন করা হয় সামাজিক দুরত্ব ও স্বাস্থ্য বিধি মেনে আজ সকাল সাড়ে ১০ টায়বাংলাহিলি ১ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বইবিতরণ করা হয়।




উপজেলা নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ নূর – এ-আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেনজনাব মোঃ হারুন উর রশিদ, চেয়ারম্যান উপজেলা পরিষদ, হাকিমপুর,দিনাজপুর উপস্থিত ছিলেন জনাব মোঃ শাহীনুররেজা শাহীন,ভাইচ চেয়ারম্যান, উপজেলা পরিষদ, হাকিমপুর,দিনাজপুর। জনাব মোঃ মাসুদুর হাসান, উপজেলাশিক্ষা অফিসার,হাকিমপুর, জনাব মোঃ বদরুল মিল্লাত,ইনসট্রাক্টর, উপজেলা রির্সোস সেন্টার, হাকিমপুর, জনাব মোঃহারুন অর রশিদ সহকারী উপজেলা শিক্ষা অফিসার,হাকিমপুর,জনাব মোঃ মাহমুদুননবী, সহকারী উপজেলা শিক্ষাঅফিসার, হাকিমপুর,জনাব মোঃ আতিয়ার রহমান, প্রধানশিক্ষক, বাংলাহিলি১ মডেল সপ্রাবি সহ অত্র বিদ্যালয়েরসহকারী শিক্ষক শিক্ষিকাবৃন্দ।স্বাস্থ্য বিধি মেনে সকলঅভিভাবকদের হাতে নতুন সালের নতুন বই তুলে দেওয়া হয়।