মাত্র একদিনের ব্যবধানে ফতুল্লায় আবারো খুনের ঘটনা ঘটেছে। এবার মুন্না (২০) নামক এক যুবক কে ছুরিকাঘাত করে হত্যা করেছে দূর্বৃত্তরা। এ সময় তারেক (১৬) নামে অপর এক কিশোর আহত হয়েছে। তারা উভয়ে ফতুল্লার লালপুরস্থ হাজী জালাল আহম্মেদ স্পিনিং মিলসের শ্রমিক বলে জানা গেছে।
নিহত মুন্না ময়মনসিং জেলার কোতোয়ালি থানার পলাশপুরের জাহিদুলের পুত্র। আজ বুধবার (২৩ ফেব্রুয়ারী) ভোর সাড়ে ৬ টার দিকে ফতুল্লা ইউনিয়ন পরিষদ সংলগ্ন বাংলাদেশ টায়ার নামক কারখানার গেইটের সামনে ঘটনাটি ঘটেছে।
আহত তারেক জানায়, সকাল সাড়ে ৬ টার দিকে সে তার এক সহকর্মী সহ পায়ে হেটে রেল স্টেশনস্থ বাসা থেকে নিজ কর্মস্থল শাহ্ জালাল স্পিনিং মিলে যাচ্ছিলাম। ফতুল্লা ইউনিয়ন পরিষদ সংলগ্ন বাংলাদেশ টায়ার নামক কারখানার সামনে যাওয়া মাত্র মাস্ক পরিহিত তিন যুবক তাকে ও তার সহোযোগিকে চড়, থাপ্পর ও কিলঘুষি মেরে তার সাথে থাকা মানিব্যাগ সহ ২১০০ টাকা ছিনিয়ে নিয়ে তাদরকে ছেড়ে দেয়। পরক্ষনে মুন্নাও একই রাস্তা দিয়ে ওই স্পিনিং মিলে আসছিলো। মুখোশধারীরা তাকেও মারধর করে ও ছুরিকাঘাত করে রাস্তায় ফেলে রাখে। পরে তাদের মিলের অন্যান্য শ্রমিকরা রক্তাক্ত অবস্থায় মুন্নাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারলে (ভিক্টোরিয়া) হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
এর সত্যতা নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার ওসি রকিবুজ্জামান জানান, মুন্নাকে বুকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। তবে কি কারনে হত্যা করা হয়েছে তা ক্ষতিয়ে দেখা হচ্ছে এবং হত্যাকান্ডের সাথে জড়িতদের গ্রেফতারে পুলিশের একাধিক টিম কাজ করছে।
প্রসঙ্গত, এর মাত্র একদিন আগে ফতুল্লার মুসলিমনগর এলাকায় ক্রিকেট খেলার দ্বন্দে রবিন নামে এক যুবককে পিটিয়ে ও ছুরিকাঘাতে হত্যা করা হয়।