25 C
Dhaka
Sunday, May 28, 2023

ফরিদপুরের সালথায় বিজয় দিবস ক্রিকেট টুর্না‌মেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত।

আকাশ সাহা, ফরিদপুর প্রতি‌নি‌ধিঃ ফরিদপু‌রের সালথা উপ‌জেলার আটঘর ইউ‌নিয়‌নের বিভাগ‌দিতে বিজয় দিবস ক্রিকেট টুর্না‌মেন্ট ২০২০ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হ‌য়ে‌ছে। বিভাগ‌দি স্পো‌র্টিং ক্লাব আ‌য়ো‌জিত ৮ দ‌লীয় টুর্না‌মে‌ন্টের ফাইনাল খেলা শুক্রবার (১৮ই ডি‌সেম্বর) বিভাগ‌দি শহীদস্মৃ‌তি মহা‌বিদ‌্যালয় মা‌ঠে বিকাল ২ টায় শুরু হ‌য়ে সা‌ড়ে ৫ টায় শেষ হয়। খেলায় চ‌্যা‌ম্পিয়ন হয় বিভাগ‌দি স্পো‌র্টিং ক্লাব রানারআপ কানাইপুর বন্ধু ক্রিকেট একাদশ।

ফরিদপুর সমাজসেবা অ‌ধিদপ্তরের সহকা‌রি প‌রিচালক নুরুল হুদা রু‌বেল এর সভাপ‌তিত্বে পুরস্কার বিতর‌ণি অন‌ষ্ঠানে প্রধান অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন সহকা‌রী ক‌মিশনার (ভূমি) মারুফা সুলতানা খান হীরাম‌নি। এসময় আরও উপ‌স্থিত ছি‌লেন সি‌নিয়র সহকা‌রি পু‌লিশ সুপার (নগরকান্দা সালথা সা‌র্কেল) এফএম ম‌হিউ‌দ্দিন, সালথা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মাদ আলী জিন্নাহ, বিভাগ‌দি শহীদস্মৃ‌তি মহা‌বিদ‌্যাল‌য়ের ভারপ্রাপ্ত অধ‌্যক্ষ মোঃ তা‌রিকুল ইসলাম, দৈ‌নিক বাঙা‌লি সম‌য়ের সম্পাদক ও প্রকাশক সে‌লিম মোল‌্যা, উপ‌জেলা আওয়ামীলীগ এর দপ্তর সম্পাদক মজিবুল হক প্রমূখ।

আট দ‌লীয় ক্রিকেট টুর্না‌মেন্টের ফাইনাল খেলায় প্রথ‌মে ব‌্যাট কর‌তে নে‌মে কানাইপুর বন্ধু ক্রিকেট একাদশ ৯৬ রা‌নের টা‌র্গেট দেয় জ‌য়ের লক্ষ নি‌য়ে ব‌্যাট কর‌তে নে‌মে বিভাগ‌দি স্পো‌র্টিং ক্লাব সহ‌জেই জ‌য়ের ল‌ক্ষে পৌ‌ছে যায়, খেলায় ম‌্যাচ সেরা হন বিজয়ী দ‌লের বাপ্পী ও টুর্না‌মেন্ট সেরা হন একই দ‌লের শা‌হিন মিয়া। এসময় অ‌তি‌থিবৃন্দ বিজয়ী দ‌লের অ‌ধিনায়ক সাংবা‌দিক সাইফুল ইসলা‌মের হা‌তে এলই‌ডি টি‌ভি ত‌ু‌লে দেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

Leave a Reply

লেখক থেকে আরো