বিশেষ সময়ে বিশেষ পদ্ধতিতে প্রকাশিত ফল নিয়ে তিক্ততা সৃষ্টি না করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফল হস্তান্তর অনুষ্ঠানে ভার্চুয়ালি রাখা বক্তব্যে সরকার প্রধান বলেন, শিক্ষার্থীদের জীবন থেকে যেন একটি বছর যেন নষ্ট না হয়ে যায় সে জন্য এ পদ্ধতিতে ফল প্রকাশ করা হলো। তবে, এ ফল নিয়ে যেন তিক্তকা সৃষ্টি না হয়। সে আহ্বান জানাই।
প্রধানমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার কথা ভেবে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ। তাদের সুরক্ষিত রাখতেই এ পদ্ধতিতে ফল প্রকাশ করা হলো। অনেকে এর সমালোচনা করছেন। বলছেন পরীক্ষা নেয়া যেত। তবে পরীক্ষা নেয়া হলে শিক্ষার্থীরা যদি সংক্রমিত হতো সেক্ষেত্রে দায় কে নিতো? প্রশ্ন রাখেন সরকার প্রধান। তখন তারাই আবার সমালোচনা করতেন বলেও মন্তব্য করেন তিনি।
শেখ হাসিনা আরও বলেন, প্রচলিতভাবে পরীক্ষা নিয়ে ফল দেয়া হয়। আমরা সে পদ্ধতির পরিবর্তন আসছে। শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার বদলে অ্যাসাইনমেন্ট দেয়া হচ্ছে। অ্যাসাইনমেন্টের মাধ্যমেই শিক্ষার্থীদের মূল্যায়ন করা হচ্ছে।
এরআগে এইচএসসি ও সমামানের ফল হস্তান্তর করা হয়। ১১টি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ফল হস্তান্তর করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বোর্ড চেয়ারম্যানদের কাছ থেকে ফল গ্রহণ করেছেন।
মহামারি পরিস্থিতিতে পরীক্ষা ছাড়াই জেএসসি ও এসএসসি পরীক্ষার ফলের ভিত্তিতে এইচএসসি পরীক্ষার্থীদের ফল প্রকাশ করা হল। সে হিসেবে শতভাগ শিক্ষার্থী পাস করেছে।
এবার ফল অনলাইনে প্রকাশিত হয়েছে। পরীক্ষা কেন্দ্রে অথবা শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ফল পাঠানো হচ্ছে না। কাজেই কোনো অবস্থাতেই ফলাফল প্রকাশের দিন শিক্ষাপ্রতিষ্ঠানে জমায়েত হওয়া থেকে শিক্ষার্থীদের বিরত থাকতে বলা হয়েছে। জানা গেছে, রেজাল্টের ওয়েবসাইটে www.educationboardresults.gov.bd থেকে ফল দেখা যাবে। এছাড়া https://eboardresults.com/v2/home থেকে পরীক্ষার্থীদের ফল জানা যাবে।
২০২০ খ্রিষ্টাব্দে ১১টি শিক্ষা বোর্ডের ১৩ লাখ ৬৫ হাজার ৭৮৯ জন শিক্ষার্থীর এইচএসসি ও সমমানের পরীক্ষা দেয়ার কথা ছিল। পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল সে বছরের ১ এপ্রিল। কিন্তু করোনাভাইসের প্রকোপ বাড়তে শুরু করলে ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হয়।
এরপর গত ৭ অক্টোবর এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি পঞ্চম ও অষ্টমের সমাপনীর মতো এইচএসসি পরীক্ষাও বাতিলের সিদ্ধান্তের কথা জানান। মন্ত্রী জানান, জেএসসি এবং এসএসসির ফলাফলের গড় করে ২০২০ খ্রিষ্টাব্দের এইচএসসির ফল নির্ধারণ করা হবে। জেএসসি-জেডিসির ফলাফলকে ২৫ এবং এসএসসির ফলকে ৭৫ শতাংশ বিবেচনায় নিয়ে উচ্চ মাধ্যমিকের ফল ঘোষিত হবে।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে সয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
সূত্র:- দৈনিক শিক্ষা