নারায়ণগঞ্জের আড়াইহাজারে ফসলি জমি কেটে মাটি উত্তোলনের অভিযোগে গ্রামবাসী দুটি বালুবাহী ট্রাক ও একটি ভেকু আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছেন।
সোমবার রাত ৯টায় উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের ছোট ফাউসা সাকিনে জিএনডি ইটভাটার কাছে এ ঘটনা ঘটে।
গ্রামবাসী জানান, দীর্ঘদিন ধরে মেসার্স সাগর বিল্ডার্সের দুটি ট্রাক ব্রাহ্মন্দী ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে অবৈধভাবে বালু ও মাটি কেটে কৌশলে নিয়ে যাচ্ছে। স্থানীয় প্রভাবশালীদের ছত্রছায়ায় থাকা তাদের বাধা দিলেও কোনো কর্ণপাত করেনি। ফলে ঘটনার সময় উত্তেজিত কয়েকজন গ্রামবাসী একত্রিত হয়ে দুটি ট্রাক ও ভেকু জ্বালিয়ে দেন।
এদিকে ভেকুর মালিকরা উল্টো নিরীহ গ্রামবাসীর বিরুদ্ধে অভিযোগ করেছেন বলে জানা গেছে।
আড়াইহাজার থানার ওসি আনিচুর রহমান মোল্লা জানান, এ ব্যাপারে একটি লিখিত অভিযোগ পেয়েছি। নিরীহ কাউকে হয়রানি করা হবে না।