32 C
Dhaka
Tuesday, June 6, 2023

বগুড়ায় বাস থেকে লাফিয়ে যুবকের আত্মহত্যা

মেহেদি হাসান, শিবগঞ্জ: বগুড়া সদরে চলন্ত বাস থেকে লাফিয়ে পড়ে শফিকুল ইসলাম (২৫) নামের এক যুবক আত্মহত্যা করেছেন। বুধবার (২৯ডিসেম্বর) বেলা সাড়ে ১২ টার দিকে বগুড়া -রংপুর মহাসড়কে বগুড়া সদরের ঠেঙ্গামারা নামক স্থানে ঘটনাটি ঘটে।

নিহত শফিকুল ইসলাম নীলফামারি জেলার ডিমলা উপজেলার নওতারা গ্রামের ইয়াসিন আলীর ছেলে। নিহতের বড় ভাইয়ের দাবি শফিকুল মানসিক প্রতিবন্ধী ছিলেন।

নিহতের বড় ভাই শহিদুল ইসলাম জানান, তারা দুই ভাই কাজের উদ্দ্যেশে নীলফামারী থেকে কুমিল্লা গামী তাসিন পরিবহনের একটি বাসে রওনা দেন। বাসটি বগুড়া -রংপুর মহাসড়কে ঠেঙ্গামারা এলাকায় পৌছিলে শফিকুল চলন্ত বাস থেকে জানালা দিয়ে লাফ দিয়ে মহাসড়কে পড়ে মাথায় গুরুতর আঘাত পায়।

এসময় হাইওয়ে টহল পুলিশ আহত ব্যক্তিকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই শামিম হোসেন বলেন মরদেহ উদ্ধার করে মর্গে রাখা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করে 

এ সম্পর্কিত আরও পড়ুন

Leave a Reply

লেখক থেকে আরো